রাজ্যে ভোট পর্ব চলাকালীন হুগলি জেলার পাণ্ডুয়াতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক কিশোরের। ঘটনায় আহত আরও দুই কিশোর। জানা গেছে, আহতদের মধ্যে এক কিশোরের বাঁ হাত উড়ে গেছে। আহত আরও দুই কিশোর হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। দুজনের অবস্থাই সঙ্কটজনক বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, পাণ্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল ওই তিনজন কিশোর। বল ভেবে বোমা হাতে নিতেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়রা। এসে দেখেন, বোমার আঘাতে আহত হয়ে পড়ে রয়েছে ওই তিন কিশোর।
তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য দুজনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের মধ্যে এক কিশোরের বাঁ হাত উড়ে গেছে বলে জানা গেছে। আহত দুই কিশোর চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। তবে কে বা কারা ওই বোমা রেখেছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ থানার পুলিশ।
প্রাথমিক ভাবে জানা গেছে, মৃত কিশোরের নাম রাজ বিশ্বাস। বয়স ১০ বছর। তার বাড়ি বর্ধমানের পাল্লা রোডে। পাণ্ডুয়ায় মামার বাড়িতে এসেছিল সে। বাকি দুই আহত কিশোর রূপম বল্লভ (১৩) এবং সৌরভ চৌধুরী (১১)।
অন্যদিকে, সোমবারই পাণ্ডুয়ায় হুগলির তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জীর সমর্থনে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর কয়েক ঘন্টার মধ্যে তাঁর জনসভা। অভিষেকের সভার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় তৃণমূলের তীব্র নিন্দা করেছে বাম ও বিজেপি।
দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, “ভয়ঙ্কর, মর্মান্তিক ঘটনা। পুকুর পাড়ে খেলতে গিয়ে বোমায় শিশুর মৃত্যু। প্রশাসন নিশ্চুপ। কারা এই বোমা মজুত করছে? পুলিশ কী করছে? দুষ্কৃতীরা যদি মনে করে আমাদের মাথায় পুলিশমন্ত্রীর হাত রয়েছে, তা হলে সর্বনাশ হয়ে যাবে।”
অন্যদিকে, হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তৃণমূলকে তীব্র নিশানা করে বলেন, “গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রের মৃত্যু চলছে। যে ভাবে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে মানুষের উপর তৃণমূলের বিশ্বাস নেই। তারা বন্দুকের উপর, বোমার উপর বিশ্বাস করে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন