মুর্শিদাবাদের বহরমপুরে গুলিবিদ্ধ হয়ে খুন এক তৃণমূল কর্মী। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে বহরমপুরের রাধার ঘাট ১ গ্রাম পঞ্চায়েতে। বহরমপুরের নাথপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত। এলাকায় তিনি ব্যবসায়ী হিসাবেই পরিচিত। স্থানীয় সূত্রে খবর, রোজকারের মতো বুধবার সকাল ৬ টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরোন প্রদীপ। বাড়ি থেকে বেরোনোর পর হঠাৎ করেই তাঁর পথ আটকায় কয়েকজন দুষ্কৃতি। বাইক করে আসে তাঁরা। কিছু বুঝে ওঠার আগেই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পালাতে পারেনি তিনি। পরে আবার গুলি চালায় দুষ্কৃতিরা। মোট সাত রাউন্ড গুলি চলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, গুলির শব্দ পেয়ে তাঁরা ছুটে এসে দেখেন রাস্তায় রক্তাক্তভাবে পড়ে আছেন প্রদীপ। তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। তদন্ত শুরু করেছে পুলিশ।ইতিমধ্যেই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে তারা। এই হামলার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী মন্টু দেবনাথ সংবাদ মাধ্যমে বলেন, ‘‘আমরা তখন সবে চা খেতে বসেছি। হঠাৎ করে শব্দ পেলাম। প্রথমে ভেবেছিলাম চকলেট বোমার শব্দ। পরে মহিলাদের চিৎকার শুনে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখি প্রদীপ রাস্তায় পড়ে আছেন।’’
উল্লেখ্য, গত সোমবার রাতে মুর্শিদাবাদের সালারে বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনায় আলাই শেখ নামে এক তৃণমূল কর্মী খুন হন। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন