ফের বেসুরো ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এবার রাজ্যসভায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন তিনি। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসকদল।
পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী পছন্দ না হওয়ায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে নির্দলদের সমর্থন করেছিলেন তিনি। এবার তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনলেন ইসলামপুরের বিধায়ক। তিনি বলেন, 'স্থানীয় তৃণমূল নেতা জাকির এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। নির্বাচনে যাঁরা নির্দলের টিকিটে লড়েছিল তাঁদের বাড়ি ভেঙে দিচ্ছে। মারধর করছে। ভোট করতেও দেবে না আবার অত্যাচারও করবে। এমন করলে কী করে হবে?'
পাশাপাশি হুঁশিয়ারির সুরে আব্দুল করিম বলেন, 'আমার এই অঞ্চলে সন্ত্রাস বন্ধ না হলে আমি রাজ্যসভায় ভোট দিতে যাব না। বিধানসভাতেও কোনো বিল আনলে তাতে সমর্থনও করবো না'।
তৃণমূল বিধায়কের কথায় যে দলের অস্বস্তি বেড়েছে তা দলীয় মুখপাত্র কুণাল ঘোষের কথায় স্পষ্ট। কুণাল বলেন, এটা অবাঞ্ছিত মন্তব্য। খুবই দুর্ভাগ্যজনক। দল নজর রাখছে। প্রকাশ্যে এই ধরণের মন্তব্য না করার অনুরোধটাই করতে পারি।
প্রসঙ্গত, এর আগে সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। পুলিশ প্রশাসনকে ফ্রি হ্যান্ড দেওয়ার জন্যও মমতা ব্যানার্জির কাছে দাবি করেছিলেন। কোনো বিরোধী নয়। তিনি ক্ষুব্ধ তাঁর দলেরই একাংশের ওপর। আগামীদিনে দল আব্দুল করিমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন কিনা সেটাই দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন