সুপ্রিম স্বস্তি অভিষেক ব্যানার্জির! হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের

গত ২৯ মার্চ, শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, সারদা মামলায় হেফাজতে থাকার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক ব্যানার্জির
সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক ব্যানার্জিরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

সুপ্রিম স্বস্তি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির। এখনই নিয়োগ দুর্নীতিতে অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। হাইকোর্টের নির্দেশে অন্তর্বতী স্থগিতাদেশ দিয়ে এমনটাই জানালো সুপ্রিম কোর্ট।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছিল অভিষেক ব্যানার্জির নাম। তারপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দেন তদন্তের স্বার্থে অভিষেক ব্যানার্জিকেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন কেন্দ্রীয় সংস্থাগুলি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান অভিষেক ব্যানার্জি। সোমবার অভিজিৎ গাঙ্গুলির নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করলো দেশের শীর্ষ আদালত। পরবর্তী শুনানি হতে পারে ২৪ এপ্রিল।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, গত ২৯ মার্চ একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের সাযুজ্য আছে। কুন্তল ঘোষ সেখান থেকেই অভিযোগের বয়ান লেখার সূত্র পেয়েছিলেন কিনা, তার জন্য তদন্ত ও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মন্তব্য করেন বিচারপতি।

পাশাপাশি ইডির আইনজীবীকে প্রশ্ন করে তিনি বলেন, ‘কী করছেন আপনারা? এরা (কুন্তলরা) তো দালাল, কমিশন নিয়েছে। আসল টাকাটা কোথায় গেল? সেটাই তো খুঁজে বের করতে হবে। কী করছে সিবিআই-ইডি?’

তিনি আরও বলেছিলেন, ‘ইডি, সিবিআই এখন এই দুর্নীতির কোমর অবধি পৌঁছেছে। হৃদয় এবং মাথা পর্যন্ত পৌঁছানো এখন বাকি আছে। অল্প সময়ের মধ্যে মাথা পর্যন্ত পৌঁছতে হবে। আপনারা সময় নষ্ট করছেন। দ্রুত করুন। আপনাদের দ্বায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন কেন?’

গত ২৯ মার্চ, শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, সারদা মামলায় হেফাজতে থাকার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনাচক্রে, কুন্তলও তার পরে একই অভিযোগ করেন।

সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক ব্যানার্জির
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ, ৬৫ ঘণ্টার তল্লাশিতে উদ্ধার প্রচুর নথি
সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক ব্যানার্জির
কাঠফাটা রোদে দীর্ঘক্ষণ বসে দর্শক, সরকারি অনুষ্ঠানে অসুস্থ হয়ে মৃত ১১

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in