তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির 'নব জোয়ার' কর্মসূচিতে গিয়ে হেনস্থার শিকার হলেন খোদ রাজ্যের মন্ত্রী অখিল গিরি। অভিষেকের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মন্ত্রীকে কনুই দিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠলো।
অভিষেক ব্যানার্জির নব জোয়ার কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা নতুন কিছু নয়। কিন্তু মন্ত্রীকে ধাক্কা দেওয়ার ঘটনা আগে ঘটেনি। বুধবার অভিষেকের কর্মসূচি ছিল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সেখানেই অখিল গিরিকে ধাক্কা দিতে দেখা যায় তৃণমূল সাংসদের নিরাপত্তারক্ষীকে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় অভিষেকের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন অখিল গিরি। তখনই বাধা প্রাপ্ত হন তিনি। পাল্টা নিরাপত্তারক্ষীর উদ্দেশ্যে কিছু বলতে যান তিনি। ভিডিওটির সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
যদিও মন্ত্রী পরে দাবি করেন, তাঁকে নিরাপত্তারক্ষীরা ধাক্কা দেয়নি। সাধারণ মানুষের ভিড় বেশি ছিল। মানুষদের সরাতে গিয়েই তাঁর সাথে ধাক্কা লাগে নিরাপত্তা রক্ষীর। ইচ্ছাকৃতভাবে কেউ কিছু করেনি। কোনও গণ্ডগোল হয়নি।
অন্যদিকে, গত শুক্রবার ঝাড়গ্রাম শহরে ‘নব জোয়ার’ কর্মসূচি শেষ করে লোধাশুলি হয়ে শালবনি যাওয়ার পথে অভিষেকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে কুড়মিদের বিরুদ্ধে। সেই ঘটনায় কুড়মি আন্দলনের নেতা রাজেশ মাহাতো সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধনঞ্জয় মাহাতো আর এক কুড়মি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাঁকে আদালতে তুললে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন