WB Panchayat Polls: কংগ্রেসের প্রতীক চুরি! প্রতিবাদে আজও বড়ঞা বিডিও অফিসে ধর্না অধীরের

অবস্থানের পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও লিখেছেন অধীরবাবু। তিনি বলেন, বিডিও-র বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছি। প্রয়োজনে এই বিডিওকে দিল্লি নিয়ে যাব।
ধর্নায় অধীর চৌধুরী
ধর্নায় অধীর চৌধুরীছবি - পশ্চিমবঙ্গ কংগ্রেসের ফেসবুক
Published on

প্রতীক ফেরানোর দাবিতে বড়ঞা বিডিও অফিসের সামনে এখনও চলছে অধীর রঞ্জন চৌধুরীর ধর্না কর্মসূচি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিডিও-র বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

ঘটনার সূত্রপাত গতকাল অর্থাৎ মঙ্গলবার। নির্বাচনী নিয়ম মেনে গতকাল মুর্শিদাবাদের বড়ঞা বিডিও অফিসে দলীয় প্রতীক জমা দিতে গিয়েছিলেন কংগ্রেস প্রার্থী। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা পুলিশের সামনেই কংগ্রেস প্রার্থীর ব্যাগ থেকে নির্বাচন সংক্রান্ত প্রচুর কাগজ ছিনিয়ে নেয়। শুধু রাস্তাতেই নয় বিডিও অফিস চত্বরে ঢুকেও হামলা চালায় শাসক দলের গুন্ডাবাহিনী। পুলিশ ও বিডিও নীরব। তাঁদের পক্ষ থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গতকালই কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন অধীর চৌধুরী। আজও চলছে সেই অবস্থান। তিনি বলেন, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। কিন্তু আমাদের দাবি পূরণ হলো না। স্বাভাবিকভাবেই আমাদের প্রার্থীরা হাত চিহ্নেই লড়বে। কিন্তু তৃণমূলের গুন্ডারা পুলিশ ও বিডিও-র সহযোগিতায় আমাদের নেতাদের ওপর হামলা চালিয়েছে। একাধিক নেতা আহত হন এবং আমাদের সমস্ত প্রতীক লুঠ করে পালিয়েছে।

তিনি আরও বলেন, এই ঘটনা নিয়ে আমি আদালতেরও দ্বারস্থ হয়েছি। মামলাটি আজ আদালতে উঠতে পারে। আদালতের বিচার নিয়ে আমরা আশাবাদী। যতক্ষণ না আদালত কোনো নির্দেশ দিচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে। গোটা ভারতের কাছে পশ্চিমবঙ্গে সরকারের অত্যাচারী রূপ ধরা পড়ে গেছে। এই সরকার খুন, হিংসা এবং ভয়ের বাতাবরণ তৈরি করছে।

অবস্থানের পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠিও লিখেছেন অধীরবাবু। তিনি বলেন, বিডিও-র বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছি। প্রয়োজনে এই বিডিওকে দিল্লি নিয়ে যাব।

ধর্নায় অধীর চৌধুরী
মৃত্যু হল চোপড়ায় মনোনয়ন পর্ব চলাকালীন গুলিবিদ্ধ হওয়া সিপিআইএম কর্মীর
ধর্নায় অধীর চৌধুরী
“একটা চোর আমার গায়ে কাদা ছেটাচ্ছে” - ফেসবুকে দলের ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল বিধায়কের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in