Anubrata Mondal: গরু পাচার মামলায় মেয়ের পর এবার জামিন অনুব্রতর, আগামী সপ্তাহে তিহার মুক্তির সম্ভাবনা

People's Reporter: শুক্রবার অনুব্রতকে ইডির মামলায় জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে।
অনুব্রত মন্ডল
অনুব্রত মন্ডল ফাইল চিত্র
Published on

গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের পর এবার ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মন্ডল। শুক্রবার তাঁকে ইডির মামলায় জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে। আগামী সপ্তাহতেই তিহার মুক্তির সম্ভাবনা অনুব্রতর। সম্প্রতি অনুব্রত কন্যা সুকন্যাও জামিন পেয়েছেন।

২০২২ সালে ১১ আগস্ট গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মন্ডল। বীরভূমের নীচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। প্রথমে আসানসোল সংশোধনাগারের রাখা হলেও পরে তাঁর ঠাঁই হয় দিল্লির তিহার জেলে। ওই একই মামলায় ওই বছর নভেম্বর মাসে অনুব্রতকে গ্রেফতার করেছিল ইডি।

এরপর বারবার জামিনের আবেদন করা হলেও কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান, গরু পাচার মামলায় মূল অভিযুক্ত অনুব্রত মন্ডল। ফলে তাঁকে জামিন দিলে প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন তিনি।

সেই যুক্তিতে বেশ কয়েকবার খারিজ হয়ে যায় অনুব্রতর জামিন। তবে সম্প্রতি সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান তিনি। কিন্তু ইডির মামলায় তাঁকে জেলে থাকতে হচ্ছিল। শুক্রবার ইডির মামলাতেও জামিন দেওয়া হয় অনুব্রতকে। ফলে পুজোর আগেই বীরভূমে ফিরবেন অনুব্রত।

অন্যদিকে, এই একই মামলায় ২০২৩ সালে গ্রেফতার করা হয় অনুব্রত কন্যা সুকন্যা মন্ডলকে। বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। দশ দিন আগে এই মামলায় দিল্লি হাইকোর্ট জামিন দেয় সুকন্যা মন্ডলকে।

গ্রেফতার হবার আগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি পদে ছিলেন অনুব্রত মন্ডল।২০১০ সাল থেকে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি পদে ছিলেন তিনি। ২০২২ সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেপ্তারির পরও তাঁর পাশে থাকার বার্তাই দিয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আপাতত তিনি নিজেই বীরভূম দেখবেন। গ্রেফতারীর পরেও তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি দল।

অনুব্রত মন্ডল
Anubrata Mondal: অবশেষে তিহার মুক্তি, ১৫ মাস পরে অনুব্রত-কন্যা সুকন্যার জামিন
অনুব্রত মন্ডল
Anubrata Mondal: গোরুপাচার মামলায় 'সুপ্রিম' জামিন অনুব্রত মণ্ডলের! তবে জেলমুক্তি নয় তৃণমূল নেতার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in