বাম শ্রমিক সংগঠন সিটুর লাগাতার আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হল ওলা উবেরের মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলি। পুজোর মরসুমে ক্যাব চালকদের জন্য বিশেষ প্যাকেজের ঘোষণা করেছে তারা। তবে বোনাস নয়, ক্যাব চালকদের মিলবে ইন্সেন্টিভ।
সিটু অনুমোদিত 'ওলা উব্র অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন' বহু বছর ধরে এই আন্দোলন চালাচ্ছে। অবশেষে কিছুটা হলেও চালকদের কথা ভেবে নমনীয় হয়েছে সংস্থাগুলি। কোম্পানিগুলি জানিয়েছে চালকদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। যেখানে ওলা, উবর, র্যাপিডো চালকরা নির্দিষ্ট সংখ্যক 'ট্রিপ'-র জন্য ইন্সেন্টিভ পাবেন।
সংগঠনের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ নিজের ফেসবুক ওয়ালে লেখেন, "আমরা আমাদের ইউনিয়ন কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার ইউনিয়ন (CITU) এর পক্ষ থেকে কলকাতায় যে সমস্ত এগ্রিকেটার কোম্পানি আছে, অর্থাৎ ওলা, উবের, ইনড্রাইভ, র্যাপিডো সবাইকে শারদ উৎসবের সময়কালে বোনাস অথবা স্পেশাল প্যাকেজ দিতে হবে দাবি করেছিলাম। সব ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছিলাম। শ্রমিকদের সংগঠিত করে, এই লড়াই আমরা পাঁচ বছর ধরে টানা লড়ছি"।
তিনি আরও জানান, 'ওলা কোম্পানি ১ থেকে ২০ অক্টোবর এর মধ্যে ১০০ টা ট্রিপ করলে ১০০০ টাকা দেবে। তার সাথে লটারির মাধ্যমে ৩০ জন ড্রাইভারকে ১১ হাজার টাকা, ৭০ জন ড্রাইভারকে ৫ হাজার টাকা, ৫৭৫ জন ড্রাইভারকে ২৫০০ টাকা করে দেবে। ৩০ জন ড্রাইভারকে রূপার কয়েন দেবে। উবের কোম্পানি ১৬ টা ট্রিপ করলে ৮০০ টাকা, ২৪ টা ট্রিপ করলে ১৪০০ টাকা, ৩০ টা ট্রিপ করলে ১৯০০ টাকা, ৩৫ টা ট্রিট করলে ২৫০০ টাকা দেবে ঘোষণা করেছে। তার সাথে ইন্টারসিটিতে প্রতি ট্রিপে ১৫০ টাকা করে দেবে। র্যাপিডো কোম্পানি প্রথম ট্রিপে ৪০ টাকা, পরের তিনটে ট্রিপে ৮০ টাকা, তারপরের ৫ টা ট্রিপে ৮০ টাকা করে ইন্সেন্টিভ দেবে'।
পাশাপাশি তিনি বলেন, 'আমাদের ইউনিয়ন কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর আন্ড ড্রাইভার ইউনিয়ন (CITU) পক্ষ থেকে আমরা মনে করি এটা আমাদের লড়াইয়ের ফসল। আগামীদিনে শ্রমিকের অধিকার অর্জন করে বোনাস অ্যাক্ট, ১৯৬৫ অনুযায়ী সমস্ত ড্রাইভারদের বোনাস আদায় করা আমাদের অন্যতম লক্ষ্য থাকবে'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন