Bangaon: ভাড়া না পেয়ে দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন 'বেসুরো' বিজেপি বিধায়ক!

দলীয় কার্যালয়ের সম্পাদক সুবীর সেন কার্যালয়ের গেটে তালা ঝুলতে দেখেন। অভিযোগ, তিনি বিধায়কের কাছে চাবি আনতে গেলে ভাড়া না দেওয়ায় চাবি দিতে অস্বীকার করেন অশোক কীর্তনিয়া।
বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া
বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া
Published on

ভাড়া পাননি। তাই দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন। এমনই অভিযোগ উঠল বিজেপির বিধায়ক ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাস্থল বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র এলাকা। এই ঘটনায় ফের প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠীকোন্দল।

অভিযোগ উঠেছে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে। বিজেপির বেসুরো নেতা, বিধায়কদের পথে এই বিধায়ক হাঁটছেন বেশ কয়েকদিন ধরেই। কার্যালয়ে তালা ঝোলানোর ঘটনায় পদ্ম অন্দরে বিরোধের সুর স্পষ্ট।

শনিবার রাতে জেলা দলীয় কার্যালয়ের সম্পাদক সুবীর সেন কার্যালয়ের গেটে তালা ঝুলতে দেখেন। অভিযোগ, তিনি বিধায়কের কাছে চাবি আনতে গেলে ভাড়া না দেওয়ায় চাবি দিতে অস্বীকার করেন অশোক।

সুবীর সেনের কথায়, 'আমাদের কার্যালয়ের চাবি রাখেন বিধায়ক। আমরা কাল চাবি চাইতে গেলে তিনি স্পষ্ট জানান, ভাড়া না দিলে চাবি মিলবে না। আমাদের নাকি ছয়মাসের ভাড়া বাকি। সঙ্গে সঙ্গে কোষাধ্যক্ষকে ফোন করি। কিন্তু তাঁকে পাইনি। ওদিকে বিধায়কও চাবি দেননি। রবিবার সকালেও এসে দেখছি একই অবস্থা।'

সুবীরবাবুর অভিযোগ, সম্ভবত অশোকবাবুর কোনও ক্ষোভ রয়েছে। তিনি হয়ত বলতে পারছেন না। আমরা তো সকলে মিলে ওঁকে নির্বাচনে জিতিয়েছি। ভোট দিয়ে নির্বাচিত করেছি। তিনি যে কেন এমন কাজ করছেন, জানা নেই। হয়ত কোনও ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা তিনি আমাদের খোলাখুলি বলতে পারতেন।'

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন অশোক কীর্তনিয়া বলেন, 'আমার কাছে কার্যালয়ের চাবিই নেই। আমি কী করে চাবি আটকে রাখব। যাঁরা এ-কথা রটাচ্ছেন, তাঁরা কেন বলছেন, জানা নেই। তাঁরা মিথ্যা রটাচ্ছেন।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in