সিভিক ভলেন্টিয়ারদের জন্য গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে শনিবার, নতুন নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য পুলিশের ডিরেক্টরেট।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়াররা ট্রাফিক নিয়ন্ত্রণ (Traffic Control), বেআইনি পার্কিং, দুর্গা পূজা, বড়দিন এবং নববর্ষের মতো উৎসবের দিনে ভিড় সামলাতে শুধুমাত্র পুলিশকে সাহায্য করতে পারবেন। তবে, কোনও ধরনের আইন প্রয়োগ করতে পারবেন না তাঁরা।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের আরেকটি প্রধান ভূমিকা হল, ট্র্যাফিক নিয়মগুলি অনুসরণ করতে যাত্রীদের সহায়তা করা এবং গাইড করা।
২১ মার্চ, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহায়তা করার ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা কী হবে, তা নিয়ে নির্দেশিকা তৈরি করতে রাজ্য পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মন্থা।
বিচারপতি নির্দেশ দেন, আগামী ২৯ মার্চের মধ্যে এই নির্দেশিকা আদালতে জমা দিতে হবে। সেই নির্দেশ মেনে সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশের ডিরেক্টরেট। জানা যাচ্ছে, আগামী ২৯ মার্চ, এই নির্দেশিকা আদালতে পেশ করবে রাজ্য সরকার।
সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একাধিকবার নানা অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি, সরশুনা থানার বিরুদ্ধে একটি অভিযোগ সামনে আসে।
অভিযোগ ওঠে, ২ সিভিক ভলেন্টিয়ার বাড়ি থেকে এক যুবককে তুলে নিয়ে যায়। তারপর থেকেই ওই যুবক নিখোঁজ। এরপর হাই কোর্টের দারস্থ হয় ওই যুবকের পরিবার। সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ আনেন ওই যুবকের পরিবারের আইনজীবী। এরপরই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশিকা জারির নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মন্থা।
৩৪ বছরের দীর্ঘ বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে, ২০১২ সালে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ দেয় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার।
মুখ্যমন্ত্রীর অফিসের নথি অনুসারে, বর্তমানে রাজ্যে মোট ১ লক্ষ ১৯ হাজার ৯১৬ জন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন।
সিভিক ভলেন্টিয়ারদের সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। সাধারণ বীমা ও কিছু সুবিধাসহ ৯ হাজার টাকা মাসিক বেতন পান সিভিক ভলেন্টিয়াররা।
শুরু থেকেই সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। সিভিক ভলান্টিয়াররা মূলত ক্ষমতাসীন তৃণমূলের ইউনিফর্মধারী ক্যাডার, বরাবরই এই অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন