ভোট প্রচারে বেরিয়ে টাকা বিলি করার অভিযোগ উঠলো বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পৌরসভায়। এই পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে এক ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল একজনকে টাকা দিচ্ছেন। বিজেপির উত্তরীয় পড়ে রয়েছেন কৃষ্ণ মন্ডল। পাঁচশো টাকার একটি বান্ডিল থেকে কয়েকটি নোট নিয়ে এক ব্যক্তির হাতে দিচ্ছেন তিনি। ওই ব্যক্তির আশেপাশে আরও অনেক ব্যক্তি রয়েছে।
ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস।বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজের দাবি তুলেছে তৃণমূল। কমিশনের কাছেও যাবে বলে জানা গিয়েছে। জেলা তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার জানিয়েছেন, ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে কোনো প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানাবে।
টাকা দেওয়ার কথা স্বীকার করলেও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী কৃষ্ণ মন্ডল। তার দাবি দলীয় কর্মীকে তিনি ওই টাকা দিয়েছেন। দলীয়কর্মী সমস্যায় পড়েছিলেন তাই তিনি টাকা দিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন