WB BJP: বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে কনের ‘মিস্‌ড কল’ নিয়ে বিজেপির সদস্য করলেন শমীক ভট্টাচার্য

People's Reporter: শমীক ভট্টাচার্য বাংলার সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্বপ্রাপ্ত নেতা। শনিবার রাতে কামারহাটি এলাকায় এক পরিচিতের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যান তিনি।
বিয়ে বাড়িতে শমীক ভট্টাচার্যের উদ্যোগে বিজেপির সদস্য হলেন কনে
বিয়ে বাড়িতে শমীক ভট্টাচার্যের উদ্যোগে বিজেপির সদস্য হলেন কনে ছবি - শমীক ভট্টাচার্যের ফেসবুক পেজ
Published on

নভেম্বর মাসের মধ্যে বাংলায় এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। হাতে সময় অনেকটাই কম। দিল্লির নির্দেশ মতো প্রতিদিন রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সদস্য সংগ্রহ করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে দলের অন্যান্য নেতা, সাংসদ, বিধায়করা। আর এবার বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে কনেকেই বিজেপির সদস্য করে নিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য বাংলার সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্বপ্রাপ্ত নেতা। শনিবার রাতে কামারহাটি এলাকায় এক পরিচিতের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে যান তিনি। সঙ্গে ছিলেন দলের কিছু কর্মী। সেখানে কনেকে উপহার দেওয়ার পর্বই বিজেপির সদস্য সংগ্রহ অভিযান হয়ে ওঠে। এবিষয়ে শমীকের সঙ্গে থাকা এক বিজেপি কর্মী জানান, ‘দাদা (শমীক ভট্টাচার্য) উপহার দেওয়ার পরে কনে নিজে থেকেই বলেন, আমি বিজেপির সদস্য হয়ে আপনাকে রিটার্ন গিফ্‌ট দিতে চাই।’

বিজেপির সদস্য হতে গেলে প্রথম শর্ত হচ্ছে একটি নম্বরে মিসড কল দেওয়া। কিন্তু সেই সময় কনের হাতে মোবাইল ফোন ছিল না। বাড়ির লোক তাঁকে মোবাইল ফোন এনে দেন। এরপর সমস্ত প্রক্রিয়া বলে দেন শমীক নিজেই। এই প্রসঙ্গে শমীক বলেন, ‘শুধু বাংলা নয়, গোটা দেশে সদস্য সংগ্রহ অভিযান চলছে। এখন এটাই আমাদের ব্রত। তাই যে কোনও অনুষ্ঠান বা জমায়েতে সদস্য সংগ্রহ করতে হবে।’

শমীক আরও জানিয়েছেন, কনে বিজেপির সদস্য হওয়ার পর বিয়েবাড়িতে উপস্থিত আরও মানুষ বিজেপির সদস্য হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। রীতিমতো ক্যাম্প বসাতে হয়েছে বিয়েবাড়িতে। শমীকের সঙ্গে যাওয়া কর্মীরাই সেই ক্যাম্প চালান এবং জনা কুড়ি সদস্য সংগ্রহ করেন বলে দাবি করেছেন শমীক।

যদিও এবিষয়ে শমীকের সঙ্গে উপস্থিত এক কর্মী আফসোস করে জানিয়েছেন, ‘অনেক রাত করে বিয়ে ছিল। ফলে বরযাত্রী আসে বেশি রাতে। আমরা তত ক্ষণ থাকতে পারলে আরও অনেকে হয়তো সদস্য হতেন।’

বিজেপির অন্য এক নেতা এই প্রসঙ্গে বলেন, ‘শমীকদা শনিবার যে কাজটা করেছেন তা দলের অনেকের কাছে প্রেরণার কাজ করবে। সবাই বুঝতে পারবেন, সঙ্কোচ না করে সদস্য হওয়ার আবেদন জানাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির সদস্য হতে চাওয়া মানুষ অনেক। আমাদের শুধু তাঁদের কাছে পৌঁছতে হবে।’

বিয়ে বাড়িতে শমীক ভট্টাচার্যের উদ্যোগে বিজেপির সদস্য হলেন কনে
Gujarat: ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রেখে র‍্যাগিং! গুজরাটে মৃত্যু প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in