জিতেও বিধায়ক হওয়ার ঝুঁকি নিলেন না বিজেপি সাংসদ নিশীথ প্রমাণিক ও জগন্নাথ সরকার

গত শনিবার দিল্লিতে বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বৈঠক হয়। সেখানে দুই সাংসদের বিধায়ক পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
 নিশীথ প্রমাণিক এবং জগন্নাথ সরকার
নিশীথ প্রমাণিক এবং জগন্নাথ সরকারফাইল ছবি
Published on

বিধানসভা নির্বাচনে জয়ী দুই বিজেপি সাংসদ সম্ভবত বিধায়ক থাকছেন না। কয়েকদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল। সেই জল্পনাকে সত্যি করে বিজেপির পক্ষ থেকে জানানো হল যে, সাংসদ জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামাণিক সাংসদই থাকছেন। এমনই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।

সূত্রের খবর, গত শনিবার দিল্লিতে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বৈঠক হয়। সেখানে দুই সাংসদের বিধায়ক পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার কলকাতায় দলের বিধায়কদের নিয়ে বৈঠকে এই বিষয়ে বিশেষ আলোচনা না হলেও দিনহাটা ও শান্তিপুরে উপনির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করার কথা ভাবছে বিজেপি। বিজেপির ৭৭ জন বিধায়কের সিংহভাগই বিধানসভায় শপথ নিলেও নাম নেই নিশীথ ও জগন্নাথের। তাঁরা দু’জনেই সংবাদমাধ্যমকে জানান, দল‌ যা সিদ্ধান্ত নেবে, তাই মানবেন তাঁরা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য জানালেন, 'নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার সাংসদ থাকছেন। তাঁরা বিধায়ক পদ ছেড়ে দেবেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেটা মেনেও নিয়েছি।'

তবে উপনির্বাচনে ফের ওই দুই আসনে জেতার আশা করছেন না দলীয় নেতা-কর্মীরাই। সম্ভবত ৭৫ বিধায়ক নিয়েই বিরোধী বেঞ্চে বসতে হবে বিজেপিকে। দিনহাটার বিধায়ক নিশীথ প্রামাণিক বলেন, 'দলীয় সিদ্ধান্ত অনুসারে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন। এটা দলের নির্দেশ, ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।' শান্তিপুরের বিধায়ক জগন্নাথ সরকার বলেন, 'যে উদ্দেশ্যে প্রার্থী হয়েছিলাম, তা পূরণ হয়নি। তাই দল যা সিদ্ধান্ত নিচ্ছে, সেটাই শিরোধার্য। নিশীথবাবুর মতোই আমার কাছেও দলের নির্দেশ আসবে।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in