পুরুলিয়ার আড়ষা ব্লকের বেলডিহি গ্রামে কাঁসাই নদীর ওপর নির্মিত ব্রিজের একটি অংশ ধসে পড়েছে। যা নিয়ে তৃণমূল সরকার এবং বালি পাচারকে নিশানা করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
বামফ্রন্ট আমলে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। সেই ব্রিজটির মাঝের অংশ ধসে পড়েছে। ফাটলও ধরেছে বিভিন্ন জায়গায়। হঠাৎ এইভাবে ব্রিজ ধসে যাওয়ার জন্য বালি পাচারকেই দায়ী করেছেন মহম্মদ সেলিম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'তৃণমূলের জমানায় বালি পাচারের ফলে ব্রিজ ধ্বংসের দিকে চলেছে। সাথে রাজ্যও।'
শুধু সিপিআইএম রাজ্য সম্পাদকই নন, বালি পাচারের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের অভিযোগ, তৃণমূ্ল নেতাদের মদতেই ব্রিজের আশপাশ থেকে প্রচুর পরিমাণে বালি পাচার হচ্ছে। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থাই গ্রহণ করেনা। যার ফলে কংক্রিটের ব্রিজের ভিত নড়ে গেছে। সেই কারণেই ব্রিজ ধসে গেছে।
ব্রিজটি ধসে যাওয়ার ফলে আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শুধুমাত্র স্থানীয় মানুষ হেঁটে পারাপার করছেন। মূলত ব্রিজের চারটি পিলার ধসে গেছে। যদিও প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে ব্রিজ ধসে গেছে। অনবরত বৃষ্টি হয়েই চলেছে পুরুলিয়া জেলায়। তবে প্রশাসনিক তরফে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন