পশ্চিম বর্ধমান জেলার আসানসোল বিশেষ সংশোধনমূলক হোমের সুপারিনটেনডেন্ট কৃপাময় নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লীতে তলব করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলকে বহু কোটি টাকার গবাদি পশু পাচার কেলেঙ্কারির ঘটনায় এই মাসে নয়াদিল্লিতে নিয়ে যাওয়ার আগে এই সংশোধনাগারেই রাখা হয়েছিল।
ইডি সূত্র অনুসারে, কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা বুধবার গভীর রাতে কৃপাময় নন্দীকে এক ইমেল পাঠিয়ে আগামী ৫ এপ্রিল দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে উপস্থিত থাকতে বলেছেন।
সুপারিনটেন্ডেন্ট নন্দী সংবাদমাধ্যমের কাছে কেন্দ্রীয় সংস্থা থেকে সমন পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং তাদের দেওয়া নির্দেশনা অনুসারে কাজ করবেন।
গত বছরের আগস্টে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর হাতে গোরু পাচার কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার হন বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এর পর আসানসোল বিশেষ সংশোধনাগারেই তাঁকে রাখা হয়।
পশ্চিম বর্ধমান জেলার এই কয়লা অঞ্চলের শহরের বিশেষ সিবিআই আদালতে তাঁর শুনানি চলছিল। এরপর ইডি তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লিতে নিয়ে যায়। সিবিআই এবং ইডি দুই সংস্থার গোয়েন্দারা এই সংশোধনাগারে তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন।
বেশ কিছুদিন ধরে একই সংশোধনাগারে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সেহগাল হোসেনকে রাখা হয়েছিল। এরপর অনুব্রত মণ্ডলের মত সেহগল হোসেনকেও নয়াদিল্লী নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে দুজনেই তিহার জেলে আছেন।
(Except for the headline, this story has not been edited by People's Reporter and is translated and published from a syndicated feed.)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন