সানমার্গ ওয়েলফেয়ার সোসাইটি চিটফান্ড কাণ্ডে এবার গ্রেফতার হলেন রাজু সাহানি ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিং। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করেছে সিবিআই। অভিযোগ, বিশাল পরিমাণ আর্থিক লেনদেনের সাথে সঞ্জয় সিং যুক্ত আছেন।
ধৃত ব্যবসায়ী সঞ্জয় সিং দুর্গাপুরের বাসিন্দা। চিটফান্ড কাণ্ডে রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয়ের কথা জানতে পারেন সিবিআই আধিকারিকরা। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। সিবিআই সূত্রে খবর, সঞ্জয় সিং-র প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। একটি মিডিয়া কোম্পানিরও মালিক তিনি। আধিকারিকরা অনুমান করছেন চিটফান্ডের টাকাতেই মিডিয়া কোম্পানি সহ বিপুল সম্পত্তির জমি কিনেছেন অভিযুক্ত ব্যবসায়ী। ওই টাকাতে ব্যাংকক যাত্রারও আয়োজন করা হয়েছিল। তাঁকে বুধবার আসানসোলের সিজেএম আদালতে পেশ করেছে সিবিআই। তবে শুনানি শুরু হয়নি (প্রতিবেদন লেখার সময় অনুযায়ী)।
উল্লেখ্য, চিটফান্ড কাণ্ডে ২ সেপ্টেম্বর হালিশহরের পৌরপ্রধান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে গ্রেপ্তার করে সিবিআই। তাঁর বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা এবং একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছিল, যার কোনও লাইসেন্স পাওয়া যায়নি।
আদালতে সিবিআই-র আইনজীবী জানিয়েছিলেন, ২০১৪ সালে প্রথম এই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে কুলটি থানায় অভিযোগ দায়ের হয়। বাজার থেকে তারা ১০০ কোটি টাকা তুলেছিল বলে অভিযোগ উঠেছিল সেই সময়। ওই চিটফান্ড সংস্থা থেকে রাজু সরাসরি লাভবান হয়েছেন বলেও দাবি গোয়েন্দাদের। শুধু তাই নয়, চিটফান্ড সংস্থার মালিকের কাছ থেকে 'প্রোটেকশন মানি' গ্রহণ করতেন এই তৃণমূল নেতা। আপাতত এই মামলায় রাজু সাহানি সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে সিবিআই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন