রবিবারের পর সোমবারেও পুর নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপর সিবিআই। আজ রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চ্যাটার্জির বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। পাশাপাশি ডায়মন্ড হারবার ও উলুবেড়িয়া পুরসভা সহ মোট ৬ জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই।
গতকাল তৃণমূলের দুই হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্রের বাড়ি সহ মোট ১২ জায়গায় তল্লাশি চালায় সিবিআই। আজ রানাঘাটের বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন বর্তমান বিজেপি বিধায়ক। দীর্ঘ ২৫ বছর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে পুরসভার চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছিলেন তিনি।
পার্থসারথি পুরসভার চেয়ারম্যান পদে ১৫ বছর ছিলেন কংগ্রেসের হয়ে এবং পরের ১০ বছর ছিলেন তৃণমূলের হয়ে। ফলে ২০১৪-১৮ সাল পর্যন্ত পুরসভাগুলিতে অর্থের বিনিময়ে যে নিয়োগ হয়েছিল তা সম্পর্কে তিনি কিছু জানলেও জেনে থাকতে পারেন। সম্ভবত সেই সম্ভাবনা থেকেই এই তল্লাশি অভিযান। রানাঘাটের উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি তৃণমূলের বিধায়ক হিসেবেও দায়িত্ব সামলেছিলেন।
রানাঘাট পুরসভার বর্তমান চেয়ারম্যান জানান, পুরসভাতে সিবিআই দল তল্লাশি চালাচ্ছে। সবরকম সহযোগিতা করা হচ্ছে। যা যা নথি চাওয়া হচ্ছে সমস্ত কিছুই সিবিআইকে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কংগ্রেসের হয়ে রাজনৈতিক জীবন শুরু করলেও ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেইবার অবশ্য তিনি জয় লাভও করেন। ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়লেও কংগ্রেসের প্রার্থী শঙ্কর সিং-র কাছে পরাজিত হন তিনি। পরে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। নির্বাচনে জিতেও যান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন