কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি চিরকুট ঘুরে বেড়াচ্ছে। যাতে সুপারিশ করেছেন 'কাকাবাবু' মুজফফর আহমেদ। চিরকুটটি লেখা হয়েছিল ১৯৫৮ সালে। ভাইরাল হওয়া চিরকুটের সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে একের পর এক তৃণমূল নেতার নাম উঠে আসছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকেও অভিযোগ করা হয় বাম আমলেও দুর্নীতি হয়েছে। সেই সময় চিরকুটে চাকরি হতো। একটি চিরকুটের ছবিও ভাইরাল হয়েছিল। যেখানে সিপিআইএম-র প্যাডে চাকরির সুপারিশ করা ছিল। পরে ওই চিরকুট ভুয়ো প্রমানিত হয়।
ফের একবার এই ধরণের একটা চিরকুটের ছবি বাম কর্মী সমর্থকদের ওয়ালে দেখা যাচ্ছে। যা নিয়ে তাঁরা রীতিমত গর্বিত। চিরকুটে মুজফফর আহমেদ লিখছেন, "প্রিয় কবিরাজ মশায়, এই সঙ্গে কবি নজরুলের চাকর কুশা সাউর এক্স-রে প্লেট ও রিপোর্ট ইত্যাদি পাঠালাম। আশা করি এই নিরাশ্রয় গরীব লোকটির একটা ব্যবস্থা হয়ে যাবে। আশা করি আপনি ভালো আছেন। আপনার মুজফফর আহমদ"। চিঠিটি লেখা হয়েছিল ১২ জুন ১৯৫৮ সাল।
বামপন্থী কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে লিখছেন, আমরা এই চিরকুট দেখে গর্বিত। পার্থক্য এখানেই। এখানে কোনো চাকরির সুপারিশ নয়। তৃণমূলের মতো কাটমানি নেওয়ার জন্য সুপারিশও নয়। একজন অসহায় মানুষের সাহায্যের জন্য সুপারিশ করে মানবিকতার পরিচয় দিয়েছেন 'কাকাবাবু'।
উল্লেখ্য, সম্প্রতি মমতা ব্যানার্জি ব্রাত্য বসুকে নির্দেশ দিয়েছিলেন বাম আমলে যেসকল শিক্ষক চাকরি পেয়েছিলেন তাদের তালিকা তৈরি করার। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাংলায় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মুজফফর আহমেদের লেখা চিরকুটটির ছবি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন