ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কে টাকা তছরুপের অভিযোগ মামলায় বিজেপি সাংসদ অর্জুন সিংকে তলব করল সিআইডি৷ তবে তিনি আত্মবিশ্বাসী। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ তাঁর কাছে আছে জানিয়ে সিআইডির তলব প্রসঙ্গে তিনি বলেন, 'আমাকে ডাকতে পারে, কিন্তু গ্রেফতার করতে পারবে না।' পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগও তোলেন।
উল্লেখ্য, সুপ্রিমকোর্ট থেকে আগাম জামিন নেওয়া আছে অর্জুন সিংয়ের। আজ নারদ কাণ্ডে চার হেভিওয়েটের গ্রেফতারি সংক্রান্ত শুনানি হবে কলকাতা হাইকোর্টে। এই আবহে পদ্ম শিবিরের ওপর পালটা চাপ সৃষ্টি করতে চাইছে সিবিআই। এমন অভিযোগ তুলে ব্যারাকপুরের বিজেপি সাংসদ সিআইডির তদন্ত প্রসঙ্গে দাবি করেন, 'ইন্ট্রা নামে একটি সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কাজ করেনি। আর অর্থ কারচুপির সঙ্গেও আমার কোনও যোগ নেই।'
বৃহস্পতিবার সন্ধ্যায় সিআইডি প্রতিনিধিদল অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের গেটের সামনে তাঁর এবং তাঁর ভাইপো সৌরভ সিংয়ের নামে দুটি নোটিশ লাগিয়ে দিয়ে যায়। ভাটপাড়া কো-অপারেটিভ ব্যাঙ্কে টাকা তছরুপের মামলা এবং ভাটপাড়া পুরসভার টেন্ডার পাইয়ে দেওয়া সংক্রান্ত আরও একটি দুর্নীতির অভিযোগে সিআইডির পক্ষ থেকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই এই মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের এক আধিকারিক ও ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, প্রায় তিন বছর আগে ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকা ঋণ অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই ঘটনায় অর্জুন সিং ১৩ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও বিজেপি সাংসদ তা স্বীকার করেননি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন