প্রাথমিকের পড়ুয়াদের ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা! এই খবর সামনেই আসতেই রাজ্যজুড়ে হইচই পড়ে যায়। মুখ খুলেছেন শিক্ষাবিদরা। প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলপন্থী শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। আর, এই সিদ্ধান্ত প্রত্যাহারের বদলে, কেন স্থগিত রাখা হল - তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার।
বৃহস্পতিবার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি (Nrisingha Prasad Bhaduri) এক সংবাদমাধ্যমে এই প্রসঙ্গে বলেন, ‘এটা চলতে পারে না। যেখানে যার কাজ, সেটা করা উচিত। এটা সঠিক সিদ্ধান্ত নয়। এদের কাজ তো আইনশৃঙ্খলা দেখা! এরা কী ভাবে পড়াবে?’
সমালোচনার মুখে পড়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, ‘এটা স্থানীয় স্তরে প্রশাসনের সিদ্ধান্ত ছিল। স্কুল শিক্ষা দফতরের কোনও অনুমোদন ছিল না। তাই এই কর্মসূচি আপাতত স্থগিত থাকছে।’
সমালোচনার ঝড় উঠতে আপাতত সিভিক ভলান্টিয়ার দিয়ে পড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। কিন্তু, তা পুরোপুরি কেন বাতিল করা হল না, তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar) বলেন, ‘স্থগিতের কথা লেখা হয়েছে। প্রত্যাহার করা হল না। এমন নির্বোধ সিদ্ধান্ত প্রত্যাহার নয় কেন?’
আবার, এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের মাঝে মুখ খুলেছে বাঁকুড়া জেলা পুলিশ। বৃহস্পতিবার রাতে, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি (IPS Vaibhav Tiwari) বলেন, 'আমাদের অঙ্কুরের কর্মসূচি সামান্য পরিবর্তন হচ্ছে। স্কুলের বদলে আমরা অন্য জায়গায় এই কর্মসূচি করব। স্কুলে করতে হলে সংশ্লিষ্ট দফতরের অনুমতি নিয়ে তা করা হবে।'
সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের ক্লাস নিতে ‘অঙ্কুর’ নামে যে কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে, তা নিয়ে ‘মানুষকে বিভ্রান্ত’ করা হচ্ছে বলেও দাবি করেছে পুলিশ। এক বিবৃতিতে বাঁকুড়া জেলা পুলিশ জানিয়েছে, ‘শিশুদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে আরও ভাল সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। কিছু মানুষ এই উদ্যোগকে বিদ্যালয়ের নিয়মিত ক্লাসকে প্রতিস্থাপনের প্রচেষ্টা হিসাবে দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বিকৃত, ভুল তথ্য।’
জেলা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক মানের শিক্ষাবিজ্ঞানের যে ক্লাসগুলি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, তা সম্পূর্ণ বিনামূল্যে কোচিং ক্লাসের আকারে বিদ্যালয়ের নিয়মিত ক্লাসের পাশাপাশি চলবে।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন