এসএসসি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরী বাতিলের হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দিনভর শীর্ষ আদালতে মামলার শুনানি চলার পর বিকালে সংক্ষিপ্ত নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যদিও সিবিআই তদন্ত বহাল থাকবে এবং পরে এই নিয়ে বিস্তারিত রায় দেবে শীর্ষ আদালত। আর এদিনই নির্বাচনী জনসভায় গিয়ে চাকরী বাতিল নিয়ে সিপিআইএম ও বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার পুরুলিয়ায় নির্বাচনী সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এসএসসি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল নিয়ে নাম না করে বিজেপিকে দোষারোপ করেন। তিনি বলেন, ‘‘ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক-শিক্ষিকাদের। আর ভোটের আগে বলছে, ‘হাম ভি কৌশিস করে গা!’ ক্যা করেগা? তুমিই তো সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে যারা যোগ্য, সেই ছেলেমেয়েদেরও চাকরি খেয়ে নিয়েছ।’’
তারপরই মমতা বলেন, ‘‘আমার ১০ লক্ষ চাকরি রেডি (তৈরি) আছে। শুধু বিজেপি আর সিপিএমের লোকেরা কোর্টে চলে যাচ্ছে। আর একটা করে মামলা করছে। ওরা মামলা করলেই হাই কোর্ট দিয়ে দিচ্ছে।’’ বিজেপিকে নিশানা করে মমতার কটাক্ষ, ‘‘আমাদের বেলা জেল, ওদের বেলা বেল (জামিন)। এই করে মোদী বিজেপিকে করছে সেল। এই হয়ে গিয়েছে অবস্থা। তাই লড়াই নতুন করে লড়তে হবে।’’
জনতার উদ্দেশ্যে মমতা বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সবাই? কৃষক ভাতার ১০ হাজার টাকা পাচ্ছেন? শিক্ষাশ্রী পাচ্ছেন? মেধাশ্রী পাচ্ছেন? সবুজ সাথীর সাইকেল পাচ্ছেন? কেউ না কেউ কিছু তো পাচ্ছেন। এখন মোদীবাবু বলছেন, বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন। দিয়েছেন? না কি গ্যাস বেলুন দিয়েছেন?’’ মমতার কটাক্ষ, ‘‘এত মিথ্যা কথা বলতে পারে একটা লোক, আমি ভাবতেই পারি না।’’
উল্লেখ্য, এসএসসি মামলায় হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখনই চাকরী যাচ্ছে না প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থীর। এই মামলার পরবর্তী শুনানি ১৬ জুলাই। সিবিআই তদন্ত চালিয়ে যাবে। চাকরী অবৈধ প্রমাণিত হলে অযোগ্য চাকরিপ্রার্থীদের ১২ শতাংশ সুদে টাকা ফেরত দিতে হবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন