১৫ই এপ্রিল, কলকাতা- কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা কিছুটা স্বস্তি পেলেন। সুপ্রিম কোর্ট তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়াল ১২ দিন। রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।
সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ১৬ এপ্রিল অবধি তাঁকে গ্রেফতার করা যাবে না। প্রসঙ্গত, নিজাম প্যালেসে একাধিকবার তাঁকে জিজ্ঞাবাদ করা হয়। কিন্তু তাতে কয়লা পাচারের তদন্ত প্রক্রিয়া খুব একটা এগোয়নি বলে জানা গিয়েছে। এরপরে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করা যাবে না। তাতেই কিছুটা স্বস্তি মিলল তাঁর।
আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা থাকলেও রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় লালাকে আর হাজিরা দিতে হবে না। অন্যদিকে, সিবিআই সূত্রের জানা গিয়েছে, রাজ্যে কয়লা পাচার কাণ্ডে নতুন সাক্ষী জোগাড় করে তদন্তে করতে চাইছে সিবিআই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন