'কমিশন প্রথম থেকেই ব্যর্থ। মানুষ সংযুক্ত মোর্চার সঙ্গে আছে। সংযুক্ত মোর্চা সরকার গড়বে।' সোমবার সকালে ভোট দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান নন্দীগ্রাম কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জি। এদিন সকাল সকাল পরিবারকে সঙ্গে নিয়ে কুলটির চলবলপুর স্কুলে নিজের ভোট দেন মীনাক্ষী।
মীনাক্ষী আরও বলেন - এবারে বিধানসভার নির্বাচন সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু প্রথম থেকে সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, কমিশন দায়িত্ব পালন করতে পারেনি বলেই মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পাচ্ছে। এবারের নির্বাচন গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।
বিজেপি, তৃণমূল দু'পক্ষই বলছে ষষ্ঠ দফার ভোটে পর্যন্তই তারা নিজেরা সরকার গঠন করে নিতে পারবে। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ভোট তাহলে বন্ধ করে দিক। দুই দফার ভোটে যা খরচ হবে, তা অন্তত বেঁচে যাবে।'
দেশের করোনা পরিস্থিতি নিয়ে মীনাক্ষীর বক্তব্য, 'এক বছর সময় পেয়েও সরকার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কাজ করেনি। ফলে অসহায় পরিস্থিতি তৈরি হয়েছে।'
চলতি ভোটে বামেরা যে কয়েকজন তরুণ মুখ সামনে এনেছে তাঁদের মধ্যে অন্যতম মীনাক্ষী। রাজ্যের এবারের সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন তিনি। প্রথমবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে কঠিন প্রতিপক্ষে মুখোমুখি হন।
নন্দীগ্রামে তাঁর বিপক্ষে আছেন বিজেপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তা রাজনৈতিক মহলের প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করে নিয়েছে। কিন্তু প্রথমবার এরকম কঠিন পরিস্থিতিতে নেমেও মীনাক্ষী যেভাবে দাপটের সঙ্গে প্রচার চালিয়েছেন, নিজের এবং অন্যান্য সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থীদের সমর্থনে রাজ্যজুড়ে একের পর এক জনসমাবেশ, সভা করে বেরিয়েছেন, তাতে মীনাক্ষীর মধ্যে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার সব রকম সম্ভাবনা আছে বলে মনে করছেন তাবড় বাম নেতারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন