Sandeshkhali: 'টাকা দিলে সমর্থন করবেন তো?’, তৃণমূল নেত্রীর ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু বিতর্ক

People's Reporter: জানা গেছে, ভিডিওতে থাকা ওই মহিলার নাম দীপিকা পোদ্দার। যিনি সন্দেশখালির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।
সমর্থনের বিনিময়ে টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস শাসকদলের
সমর্থনের বিনিময়ে টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস শাসকদলেরছবি, ভাইরাল ভিডিও থেকে স্ক্রিনশট
Published on

সন্দেশখালিতে সমর্থনের বিনিময়ে টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছে তৃণমূল। এমনই অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে এক তৃণমূল নেত্রীকে সন্দেশখালির এক বাসিন্দাকে টাকা পাইয়ে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে। বিনিময়ে দলকে সমর্থন করার কথা বলা হচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।

জানা গেছে, ভিডিওতে থাকা ওই মহিলার নাম দীপিকা পোদ্দার। যিনি সন্দেশখালির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। প্রকাশ্যে আসা ভিডিওতে তৃণমূলের ওই নেত্রী দীপিকা সন্দেশখালির এক মহিলার বাড়ি গিয়ে বলছেন, ‘‘আপনাকে তো টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। আপনি তৃণমূলকে সমর্থন করবেন তো?’’ আর যা নিয়ে শাসক দলকে বিঁধতে শুরু করেছে বিরোধীরা।

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘সন্দেশখালিতে যা ঘটেছে, তা গণরোষের ফল। তৃণমূল যদি ভাবে এ ভাবে টাকা দিয়ে আবার সমর্থন আদায় করবে, তা হলে তারা মূর্খের স্বর্গে বাস করছে।’’

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‘তৃণমূল তো অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। সেই সব প্রতিশ্রুতি তো রাখলই না। উল্টে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে। আর এখন বাড়ি বাড়ি গিয়ে টাকার বিনিময় সমর্থন চাইছে! গণতন্ত্রকে আর কত লজ্জায় ফেলবেন।’’

উল্লেখ্য, সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গ্রামবাসীদের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যার জেরে চলতি মাসের শুরুতে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালি। উত্তম-শিবুরা যাঁদের জমির লিজ়ের টাকা দেননি বলে অভিযোগ, তাঁদের পাওনা টাকা মেটাতে শুরু করেছে তৃণমূল। এই জন্য তৃণমূলের পক্ষ থেকে গঠিত হয়েছে প্রতিনিধি দল। 

দলীয় সূত্রে খবর, সেই দলে রয়েছেন সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ হালদার, পঞ্চায়েত সমিতির সদস্য অষ্টমী সর্দার এবং তৃণমূলের এসসি-এসটি-ওবিসি সেলের নেতা মহেশ্বর সর্দার। যারা গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলছেন।

আর এই দলে নেই দীপিকা বলে দাবি শাসক দলের। তৃণমূলের দাবি, তিনি কীভাবে এই দলে এলেন তা জানা নেই। ভিডিয়ো প্রসঙ্গে সন্দেশখালির দায়িত্বপ্রাপ্ত আর এক তৃণমূল নেতা বলেন, ‘‘ওই মহিলা সদস্যকে এ রকম কোনও দায়িত্ব দেওয়া হয়নি। ’’ এ বিষয়ে রাজ্যের মন্ত্রী তথা বসিরহাটে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত বসু বলেন, ‘‘আমি এ বিষয়ে কিছু জানি না। জেনেই যা বলার বলব। না জেনে কিছু বলতে পারব না।’’

সমর্থনের বিনিময়ে টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস শাসকদলের
রাজ্যের মুখ্যসচিব-সহ পাঁচ কর্তাকে সংসদীয় কমিটির তলবে স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in