সিপিআইএম থেকে বহিষ্কৃত হলেন পশ্চিম বর্ধমান জেলা নেতা পঙ্কজ রায় সরকার। দীর্ঘদিনের পার্টি কর্মী পঙ্কজ রায় সরকারকে রবিবার দুপুরে দলবিরোধী কাজের অভিযোগে সিপিআইএম থেকে বহিষ্কার করা হয়। তিনি সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন।
এদিন এক বিবৃতিতে সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি একথা জানিয়েছেন। রবিবার দুপুর ২ টো ১৫ মিনিটে প্রকাশিত সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির ওই বিবৃতিতে বলা হয়েছে – “আজ ১৬ জুন ২০২৪ তারিখ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলীর জরুরি সভায় পঙ্কজ রায় সরকারকে ক্রমাগত পার্টি লাইনের বিরোধিতা, সরাসরি বিরোধী দলের (তৃণমূল কংগ্রেস) সঙ্গে যোগাযোগ এবং পার্টি শৃঙ্খলাভঙ্গের জন্য পার্টি থেকে সরাসরি বহিষ্কার করা হল।”
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর অঞ্চলে বাম মহলের পরিচিত মুখ ছিলেন পঙ্কজ রায় সরকার। যে কোনও আন্দোলনে তাঁকে সামনের সারিতেই দেখা যেত। মূলত শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বহিষ্কৃত রায় সরকার।
সূত্র অনুসারে, আজই তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। তাঁর তৃণমূলে যোগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং অরূপ বিশ্বাসের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন