ছাড়েননি মাটি - 'যশ' বিধ্বস্ত নন্দীগ্রামে অসহায় মানুষদের পাশে মীনাক্ষী

বিধ্বংসী যশ ঘূর্ণিঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গেছে পূর্ব মেদিনীপুরের একাংশ। ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল জলোচ্ছ্বাস ও ভরা কোটালের হলদি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নন্দীগ্রামের একাধিক গ্রাম।
ছাড়েননি মাটি - 'যশ' বিধ্বস্ত নন্দীগ্রামে অসহায় মানুষদের পাশে মীনাক্ষী
মীনাক্ষী মুখোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

যশ বিধ্বস্ত নন্দীগ্রামের বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন সদ‍্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পরাজিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাঁদের অভাব-অভিযোগের কথাও শুনলেন তিনি।

বিধ্বংসী যশ ঘূর্ণিঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গেছে পূর্ব মেদিনীপুরের একাংশ। ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল জলোচ্ছ্বাস ও ভরা কোটালের জেরে একাধিক নদীর জল ঢুকে ভাসিয়ে নিয়ে গেছে গ্রামের পর গ্রাম। হলদি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নন্দীগ্রামের একাধিক গ্রাম।

বৃহস্পতিবার স্থানীয় নেতৃত্বদের সাথে নিয়ে সেই এলাকা পরিদর্শনে যান বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার পাশাপাশি রেসকিউ সেন্টারেও যান তিনি। সেখানে যাঁরা রয়েছেন তাঁদের সাথে কথা বলেন তিনি। এলাকার মাছচাষীদের সাথেও কথা বলেন তিনি। নদীর জল ভেড়িতে ঢুকে যাওয়ার কারণে তাঁদের কত ক্ষতি হয়েছে সেই সমস্ত কথা জানেন তিনি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in