TMC-BJP বোঝাপড়া করে বামপন্থীদের আটকাচ্ছে: সূর্যকান্ত মিশ্র

তিনি বলেন, দুই দলই ধর্মের নামে রাজনীতি করছে। মমতা ব্যানার্জী আগেই বলেছিলেন বিজেপি তৃণমূলের স্বাভাবিক মিত্র। এমনকি কিছু দিন আগেই মমতা ব্যানার্জির মুখে শোনা গিয়েছিল তিনি সরাসরি বিজেপি করেননা।
বক্তব্য রাখছেন সূর্যকান্ত মিশ্র
বক্তব্য রাখছেন সূর্যকান্ত মিশ্রছবি - CPIM West Bengal-র অফিশিয়াল ফেসবুক পেজ
Published on

জনগণের পঞ্চায়েত গড়ার ডাক দিলেন সিপিআইএম-র প্রাক্তন রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর অন্যতম সদস্য সূর্যকান্ত মিশ্র। রবিবার দীঘা থেকে এই বক্তব্য শোনা গেল তাঁর মুখে।

পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে একাধিক রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করছে সিপিআইএম। দীঘাতে সিপিআইএম-র সমাবেশে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ করে সূর্যকান্ত মিশ্র বলেন, 'দুই দলই ধর্মের নামে রাজনীতি করছে। মমতা ব্যানার্জি আগেই বলেছিলেন বিজেপি তৃণমূলের স্বাভাবিক মিত্র। এমনকি কিছু দিন আগেই মমতা ব্যানার্জির মুখে শোনা গিয়েছিল তিনি সরাসরি বিজেপি করেননা। তার মানে তিনি গোপনে করেন।'

বাম নেতা আরও বলেন, তৃণমূলের ঘাসফুল প্রতীক নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি-আরএসএস করে দিয়েছে। মমতা ব্যানার্জি একবার বলেন আরএসএস ভালো, মোদী খারাপ। পরে আবার বলেন মোদী ভালো, অমিত শাহ খারাপ। কিন্তু সেই অমিত শাহর সাথে আবার গোপনে নবান্নে বৈঠক করেন। বিজেপি-তৃণমূল নিজেদের মধ্যে বিরোধিতা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। মন্দির নিয়ে রাজনীতি করছে দুই দল। অযোধ্যায় যদি বিজেপি রাম মন্দির তৈরি করে দীঘাতে পাল্টা জগন্নাথ মন্দির তৈরি করছেন মমতা ব্যানার্জি। দেশে বেকারত্ব বাড়ছে, মানুষ খেতে পাচ্ছে না সেদিকে নজর নেই। এদের একটাই লক্ষ্য। তা হল বামপন্থীদের আটকানো।'

পাশাপাশি সিপিআইএম নেতা বলেন, দুই দলের বোঝাপড়ার কথা মানুষকে বোঝাতে হবে। মানুষ যাতে ভুল পথে চালিত না হয় সেদিকেই নজর দিতে হবে। সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। গ্রামের প্রতিটা বুথে তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। তবেই গড়ে উঠবে জনগণের পঞ্চায়েত।

বক্তব্য রাখছেন সূর্যকান্ত মিশ্র
ফের সমবায় সমিতির নির্বাচনে ধাক্কা খেল তৃণমুল, সব আসনে জয় বামপন্থীদের
বক্তব্য রাখছেন সূর্যকান্ত মিশ্র
Bihar: ‘আমাদের উদ্দেশ্য স্পষ্ট’, বিহারে জাতি ভিত্তিক জনগণনা নিয়ে দাবি নীতিশ কুমারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in