আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে ডেপুটেশন, বামেদের আন্দোলনে উত্তাল মানিকচক!

প্রথমে বাধা দিলেও আন্দোলনের চাপে শেষমেশ বামফ্রন্টের প্রতিনিধি দলকে বিডিও অফিসে নিয়ে যায় পুলিশ। প্রতিনিধি দল মানিকচকের বিডিও শ্যামল মন্ডলের হাতে নিজেদের ডেপুটেশন তুলে দিয়েছে।
বামেদের আন্দোলনে উত্তাল মানিকচক
বামেদের আন্দোলনে উত্তাল মানিকচকনিজস্ব চিত্র
Published on

বামেদের আন্দোলনে উত্তাল মালদার মানিকচক। আবাস যোজনা তালিকায় দুর্নীতির অভিযোগে বিডিও অফিসে ডেপুটেশন দিতে গেলে, বাম কর্মী সমর্থকদের বাধা দেয় পুলিশ বলে অভিযোগ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বামফ্রন্ট নেতা কর্মীরা।

এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মানিকচক ব্লক অফিস চত্বরে। বন্ধ করে দেওয়া হয় বিডিও অফিসের গেট। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

আবাস যোজনা তালিকায় দুর্নীতি, মিড ডে মিলের কর্মীদের বেতন বৃদ্ধি, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ মোট ৮ দফা দাবিতে মানিকচক ব্লক অফিসে ডেপুটেশন দিতে যায় বামেদের শ্রমিক সংগঠন ও মানিকচক ব্লক বামফ্রন্ট কমিটি। কিন্তু, সেই ডেপুটেশনে বাধা দেয় পুলিশ।

তবে, আন্দোলনের চাপে শেষমেশ বামফ্রন্টের প্রতিনিধি দলকে বিডিও অফিসে নিয়ে যায় পুলিশ। প্রতিনিধি দল মানিকচকের বিডিও শ্যামল মন্ডলের হাতে নিজেদের ডেপুটেশন তুলে দিয়েছে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা, মানিকচক ব্লক সিটু সম্পাদক শ্যামল বসাক, রত্না ভট্টাচার্য সহ অন্যান্য নেতা কর্মীরা।

ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিনিধি দল জানান, তাঁদের দাবি মানা না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের নামবে বামফ্রন্ট নেতৃত্ব।

পঞ্চায়েত ভোটের আগে আবাস যোজনায় দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠছে। দুর্নীতিতে নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের। সোমবারও জেলায় জেলায় অব্যাহত রয়েছে বিক্ষোভ। রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন বিডিও অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছেন বাম কর্মী সমর্থকেরা।

বামেদের আন্দোলনে উত্তাল মানিকচক
বিধানসভা কি অশরীরী কেউ ভেঙেছিলেন? - ভিডিও প্রকাশ করে মমতাকে পাল্টা কটাক্ষ সুজনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in