আগামী বছর সিপিআইএমের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে হুগলি জেলার ডানকুনিতে। ২০০০ সালের পর এই নিয়ে দ্বিতীয় বার দলের সম্মেলন কলকাতার বাইরে আয়োজন করা হয়েছে। এর আগে ২০০৫ সালে দলের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর ২৪ পরগণার কামারহাটিতে।
সিপিআইএমের আগামী রাজ্য সম্মেলন হুগলি জেলাতে হবে, তা আগেই ঠিক হয়েছিল। সম্মেলনের জন্য প্রথমে চন্দননগর এবং পরে রিষড়া বা কোন্নগরের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত ঠিক হয় ডানকুনিতে হবে। আগামী বছর ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিপিআইএমের রাজ্য সম্মেলন।
চন্দননগর বা কোন্নগরের তুলনায় ডানকুনি কলকাতার কাছাকাছি। সেক্ষেত্রে কলকাতা বা তার আশেপাশের এলাকা থেকে যারা সম্মেলনে যোগ দেবেন, তাঁরা সম্মেলনের দৈনিক প্রক্রিয়া শেষ করে সেদিনই বাড়িতে ফিরতে পারবেন। তাঁদের জন্য থাকার ব্যবস্থা ঠিক করতে হবে না।
পাশাপাশি, আগামী বছর সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকও বসবে কলকাতার বাইরে। সূত্রের খবর, আগামী ১৭ থেকে ১৯ জানুযারি কেন্দ্রীয় কমিটির বৈঠক বসার কথা বাংলায়। বৈঠকের জায়গা এখনও স্থির না হলেও জানা যাচ্ছে বৈঠক উত্তর ২৪ পরগণার নিউটাউন অথবা নদীয়ার কল্যাণীতে অনুষ্ঠিত হতে পারে। সাম্প্রতিক অতীতে কেন্দ্রীয় কমিটির বৈঠক পশ্চিমবঙ্গের কলকাতার বাইরে কখনও হয়নি।
দিল্লিতে সদ্য সমাপ্ত কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিআইএমের পার্টি কংগ্রেসের জন্য রাজনৈতিক পর্যালোচনার খসড়া রিপোর্ট আলোচনার পর গৃহীত হয়েছে। আগামী বৈঠকে পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক দলিল পেশ হওয়ার কথা।
উল্লেখ্য, চলতি বছরের আগষ্ট মাসে দলের রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নদীয়ার কল্যাণীতে। কিন্তু আর জি কর কাণ্ডের জেরে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন