'সোমবার নজরুল মঞ্চে মমতা ব্যনার্জী বলেন, বিরোধী থাকাকালীন তিনি বা তাঁর দল ধ্বংসাত্মক কিছু করেননি। তৃণমূল নেত্রীর এই মন্তব্যের জবাবে ১৬ বছর আগে তাঁর বিধানসভা ভাঙচুরের ভিডিও পোস্ট করলেন বাম নেতা সুজন চক্রবর্তী।
পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে কর্মীসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। সেই মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা ব্যনার্জী বলেন, 'আমরাও অনেকটা সময় বিরোধী ছিলাম। কিন্তু আমরা যখন বিরোধী ছিলাম, তখন ধ্বংসাত্মক কিছু করিনি’। সুজন চক্রবর্তী নিজের ট্যুইটার হ্যান্ডেলে মমতা ব্যনার্জী সহ একাধিক তৃণমূল নেতা মিলে বিধানসভার ভেতরে যে ধ্বংসকাণ্ড ঘটিয়েছিলেন, তার ভিডিও শেয়ার করে লেখেন, “মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন যে বিরোধী থাকাকালীন উনি কখনোই 'Destructive' কোনও কিছু করেননি। সীমাহীন অসততার এতো আর এক নিদর্শন!”
তিনি আরও লেখেন, “সংবিধানের বই হাতে বিধানসভা ভাঙচুরে যিনি যুক্ত, তিনি কি 'অশরীরী' কেউ? মুখ্যমন্ত্রী কি ভিডিওটা অস্বীকার করছেন? জবাব দেবেন মাননীয়া? নাকি শুধুই মিথ্যা ভাষণ?”
ভিডিওটিতে দেখা যাচ্ছে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জী সংবিধান হাতে নিয়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন বিধানসভা ভবন চত্বরে। একাধিক তৃণমূল নেতা চেয়ার টেবিল ভাঙচুর করছেন।
উল্লেখ্য, বিধানসভা ভাঙচুরের ঘটনাটি ঘটেছিল ২০০৬ সালে। সেই সময় পশ্চিমবঙ্গ বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছিল। রাজ্য রাজনীতি তখন সরগরম সিঙ্গুর আন্দোলন নিয়ে। কলকাতা থেকে সিঙ্গুর যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন মমতা ব্যানার্জী। সেখান থেকে তিনি সোজা বিধানসভায় এসেছিলেন। তারপরেই বিধানসভার বহু আসবাব ভাঙচুর শুরু করেন তৃণমূল নেতারা। প্রথমে বিধানসভা কক্ষের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা পৌঁছায় বিধানসভা কক্ষের ভিতর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন