ক্ষুদিরাম বসুর আত্ম-বলিদান দিবসে হিন্দি গানে উদ্দাম নাচ শিক্ষকদের! ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন ‘পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি’। এই ঘটনাকে ‘অপসংস্কৃতি’ বলে সমালোচনা করেছে সিপিআইএমের প্রাথমিক শিক্ষা সংগঠন।
রবিবার আলিপুরদুয়ারের ফালাকাটা সার্কেলের তৃণমূলের শিক্ষক সংগঠনের উদ্যোগে শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম-বলিদান দিবস উপলক্ষ্যে যাদবপল্লী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকাল থেকে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন হয়। এরপর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মঞ্চ বেঁধে চলছিল সাংষ্কৃতিক অনুষ্ঠান।
এরপর কাজের থেকে একটু বিরতি মিলতেই দর্শকাসনের পাশেই জনপ্রিয় হিন্দি গানে নাচ শুরু করেন শিক্ষকদের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। এই ঘটনায় সরব হয়েছে জেলার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়। তিনি জানিয়েছেন, “এটি রুচি সঙ্গত নয় এবং শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা এমন করতে পারে বলে ধারণা নেই। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ধরনের সংস্কৃতি সমর্থনযোগ্য নয়।“
অপরদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল শিক্ষক সংগঠনকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। তিনি বলেন, “২১ জুলাই শহীদ দিবসের মঞ্চে স্মৃতি তর্পনের নামে যদি 'পাগলু ড্যান্স' হতে পারে, তাহলে সবই সম্ভব। যে দলের যা সংষ্কৃতি।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন