Dengue: রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু - কলকাতা, হাওড়া, বিধাননগর সহ ১২টি পুরসভা নিয়ে চিন্তায় নবান্ন

গ্রামীণ এলাকার ১৬ টি ব্লকেও ডেঙ্গু বেড়েছে। চলতি সপ্তাহে কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩১ জন। জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছেন ৭০০ জনেরও বেশি। হাওড়াতে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন।
রাজ্যে বাড়ছে ডেঙ্গু
রাজ্যে বাড়ছে ডেঙ্গুগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গু। উত্তর থেকে দক্ষিণ মিলিয়ে তিন হাজারের ওপর ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কলকাতা, হাওড়া, বিধাননগর সহ মোট ১২টি পুরসভার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বেশ চিন্তায় নবান্ন।

রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দপ্তর নবান্নকে সতর্ক করার জন্য চিঠিও দিয়েছে। তাতে দেখা যাচ্ছে ১২টি পুরসভায় ডেঙ্গি প্রকোপ সর্বোচ্চ। চলতি সপ্তাহে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। কলকাতা, হাওড়া, পানিহাটি, কামারহাটি, টিটাগড়, বিধাননগর, বালি, রিষড়া পুরসভা, আসানসোল পুরসভা, মালদার ইংরেজবাজার পুরসভা, কলকাতা লাগোয়া রাজপুর, সোনারপুর পুরসভায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চিন্তায় রেখেছে প্রশাসনকে।

গ্রামীণ এলাকার ১৬ টি ব্লকেও ডেঙ্গু বেড়েছে। দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মালদা, হুগলী, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনার দিকেও বিশেষ নজর রাখছে প্রশাসন। চলতি সপ্তাহে কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩১ জন। জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছেন ৭০০ জনেরও বেশি। হাওড়াতে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। মালদায় ১৭৭ জন, শিলিগুড়িতে ৫৫ জন, কালিম্পংয়ে ৫৬ জন আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, জুলাই মাসে খোদ মুখ্যমন্ত্রীর এলাকায় ১২ বছরের এক কিশোর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়।

এপ্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমরা রোজ কলকাতার বিভিন্ন ওয়ার্ডে প্রচার অভিযান চালাই। মানুষকে সাহায্য করতে বলি, যাতে আমরা সহজে ডেঙ্গি দমন করতে পারি। এখন ডেঙ্গুটা হচ্ছে এই আবহাওয়ার জন্য। এই নিম্নচাপের জেরে বিশাল বৃষ্টি হলে ডেঙ্গুর প্রকোপ কমে যাবে”।

তিনি বলেন, “আমরা লড়াই করব এবং মানুষের সাহায্য চাইব। কারণ কারুর বাড়ির ছাদে যদি জল জমে থাকে তাহলে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। সব মানুষ যদি একবার করে ছাদে উঠে পাশের গলি টা দেখেন জল জমতে না দেন তাহলেই ডেঙ্গু উধাও হয়ে যাবে”।

রাজ্যে বাড়ছে ডেঙ্গু
দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭, এবার নড়েচড়ে বসেছে KMC - কী ব্যবস্থা নেওয়া হচ্ছে!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in