দিন কয়েকের শান্তি দিয়ে ফের ফিরেছে অস্বস্তিকর গরম। আবার বৃষ্টি কবে, সেই দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী। এই নিয়ে এবার স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েকদিনেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে। আর যার ফলে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। তবে চলতি সপ্তাহে কিছু জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার থেকে বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। যা চলবে গোটা সপ্তাহ জুড়ে। তবে ঝড়বৃষ্টি হলেও গরম বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৩ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চল আন্দামান সাগরে নিম্নচাপ সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। আর যার ফলে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
তবে সোমবার থেকে বৃষ্টি হলেও চলতি সপ্তাহে বজায় থাকবে অস্বস্তিকর গরম। আরও বাড়তে পারে তাপমাত্রা। আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি, কিছু জেলাতে রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাসও।
আলিপুর জানিয়েছে, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়াও, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েক দিন অস্বস্তিকর গরমের আবহাওয়া থাকবে।
অন্যদিকে, দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপপ্রবাহের সম্ভবনা রয়েছে। শনিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। দাজিলিং ও কালিম্পং বাদে বাকি জেলাতে অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। শুক্রবার এবং শনিবার বৃষ্টি হতে পারে শুধু দার্জিলিং এবং কালিম্পঙে। রবিবার থেকে উত্তরের সব কটি জেলাতেই বৃষ্টি হবে। বৃষ্টি বেশি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন