ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। 'দুয়ারে রেশন' প্রকল্প, ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী বলেই রায় দিল আদালত।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর 'দুয়ারে রেশন' নামে এক নতুন প্রকল্প চালু করে রাজ্যের শাসক দল তৃণমূল। এই প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতেই বুধবার হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। তাঁদের পর্যবেক্ষণ অনুযায়ী, আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। অর্থাৎ, রাজ্য সরকারের এই প্রকল্পকে কার্যত বেআইনি বলে ঘোষণা করল আদালত।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, ক্ষমতায় এলে একাধিক প্রকল্প তৈরী করা হবে। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে রেশন। রেশন দোকানে আর লাইন দিতে হবে না।
কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই আলাদা। রেশন ডিলারদের অভিযোগ, সরকারের নির্দেশ মেনে দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে তাঁদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। এই নিয়ে প্রাথমিকভাবে একটি মামলা হয়েছিল এই কলকাতা হাইকোর্টে। কিন্তু আদালত তখন সেই মামলা খারিজ করে দেয়।
পরবর্তী সময়ে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা করেন রেশন ডিলারদের একটি অংশ। সেই মামলাতেই বুধবার মমতা সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে বেআইনি ঘোষণা করলেন বিচারপতিরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন