নিয়োগ দুর্নীতি মামলায় ফের রাজ্যে সক্রিয় ইডি। শুক্রবার সকালে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকদের একটি দল। চন্দ্রনাথ সিংহ রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী।
শুক্রবার সকালে তিনটি গাড়ি করে চন্দ্রনাথের নিচুপাট্টির বাড়িতে পৌঁছায় ইডি আধিকারিকরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ইডি সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চলাকালীন একাধিকবার চন্দ্রনাথের নাম উঠে আসে ইডির হাতে। সেই সূত্র ধরেই আজ এই তল্লাশি অভিযান।
তবে স্থানীয় সূত্রে খবর, তল্লাশির সময় নিজের গ্রামের বাড়ি মুরারইতে আছেন বিধায়ক। নিচুপাট্টির বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী এবং দুই ছেলে। ইতিমধ্যেই সেখান থেকে নিচুপাট্টির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন চন্দ্রনাথ।
অন্যদিকে, শুক্রবার বোলপুরে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশির পাশাপাশি ইডির আরও কয়েকটি দল পৌঁছে গেছে কলকাতার একাধিক জায়গায়। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বিভিন্ন দলে বিভক্ত হয়ে চেতলা, লেকটাউন-সহ মোট পাঁচ জায়গায় তল্লাশি অভিযান চলছে বলে সূত্রের খবর।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চেতলায় পিয়ারীমোহন রায় রোডের বিশ্বরূপ বসু নামক এক ব্যবসায়ীর বাড়িতে তদন্ত চলছে। তিনি পরিবহণ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। এই বিশ্বরূপ বসু তৃণমূল নেতা বলে জানা গেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন