প্রথমে ভুয়ো আইএস, যুগ্ম পুলিশ কমিশনার, ভুয়ো সেন্ট্রাল ভিজিল্যান্স আধিকারিক, তারপর ভুয়ো পুলিশ। সেই তালিকায় এবার যোগ হল ভুয়ো তৃণমূল নেতা। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নামে একটি নকল প্যাড ছাপিয়ে তাতে ঠিকানা দেওয়া হয়েছে তপসিয়ার তৃণমূল ভবন। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখা হয়েছে।
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান তৃণমূল মহাসচিব তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠির একটি কপি পাঠিয়ে সংগঠনের রাজ্য আহ্বায়ক দিব্যেন্দু রায় অভিযোগ করেছেন, তাঁর নামের বদলে আহ্বায়ক হিসাবে ‘দীপ্তেন্দু’ লেখা হচ্ছে। তারপর বদলি-সহ সরকারি অফিসারদের নানা রকম কাজের নির্দেশ দেওয়া হচ্ছে। সম্প্রতি ওই ভুয়ো তৃণমূল নেতার নির্দেশে মুর্শিদাবাদে কর্মরত এক সরকারি কর্মীর বদলি হয়েছে। পূর্ত দফতরের সোশ্যাল সেক্টরের এক চিফ ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।
দিব্যেন্দুবাবুর অভিযোগ, এটি একটি বড় চক্রান্ত। ওই ভুয়ো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই ভুয়ো নেতাকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
উল্লেখ্য, ভ্যাকসিন জালিয়াতি কাণ্ডে ধৃত দেবাঞ্জনও নিজেকে একটি ফেডারেশনের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছিল। পুলিশের হাতে সেই সংক্রান্ত কিছু কাগজপত্র এসেছে। দীপ্তেন্দু নামে কেউ আছে নাকি সবটাই দেবাঞ্জনের মস্তিষ্কপ্রসূত? তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যে দেবাঞ্জনের একাধিক সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন