শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলায় সায়, ৪ পুরসভার ভোট হওয়া উচিত কিনা জানতে চাইলো হাইকোর্ট

মামলাকারীর আইনজীবী শ্ৰীজীব চক্রবর্তী প্রশ্ন তোলেন, ‘মাত্র চার জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় চলচ্চিত্র উৎসব বাতিল। অথচ গঙ্গাসাগর মেলা কোন যুক্তিতে হবে?’
কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্টফাইল ছবি
Published on

মামলা, বিতর্ক, অভিযোগ সত্ত্বেও শর্তসাপেক্ষে চলবে গঙ্গাসাগর মেলা। শুক্রবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। তবে আদালত জানিয়েছে, মেলায় ভিড় নিয়ন্ত্রণ করতে হবে। নজরদারির জন্য তিন সদস্যের একটি কমিটি গঠিত হবে। তাতে থাকবেন রাজ্য সরকারের প্রতিনিধি, বিরোধী দলনেতা বা তাঁর প্রতিনিধি ও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চের নির্দেশ, কমিটির সদস্যরা মেলা শুরুর দিন থেকে নজরদারি শুরু করবেন, চলবে শেষদিন পর্যন্ত। তাঁরা মনে করলে মেলা বন্ধের নির্দেশ দিতে পারেন। হাইকোর্টের রায় থেকে স্পষ্ট, কোভিড পরিবেশে রাজ্য আয়োজন ও বন্দোবস্তের উপরেই আস্থা রেখেছে আদালত।

কয়েকদিন আগে কোভিড পরিবেশে গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জিতে হাইকোর্টে অভিনন্দন মণ্ডল নামে এক চিকিৎসকের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে বৃহস্পতিবার মেলার পক্ষেই সায় মেলে। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী শ্ৰীজীব চক্রবর্তী প্রশ্ন তোলেন, ‘মাত্র চার জন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় চলচ্চিত্র উৎসব বাতিল। অথচ গঙ্গাসাগর মেলা কোন যুক্তিতে হবে?’

অন্যদিকে, চার পুরনিগমের ভোট হওয়া নিয়ে তৈরি হয়েছে দ্বিমত। ভোট হওয়া উচিত কিনা রাজ্যের কাছে জানতে চেয়েছিল হাইকোর্ট। রাজ্য জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। প্রয়োজনে রাজ্যের স্বাস্থ্য দফতর তাদের সাহায্য করতে পারে।

দায়ের হওয়া জনস্বার্থ মামলাটির শুনানি চলছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চে। মামলাকারীর তরফে ছিলেন আইনীজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।

সৌমেন্দ্রনাথ প্রাথমিকভাবে বলেন, ‘কোভিড পরিস্থিতিতে কোনও কিছুই বন্ধ হচ্ছে না। তাহলে ভোট কেন বন্ধ হবে?’ যদিও শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী বলে উল্লেখ করেন তিনি।

কলকাতা হাইকোর্ট
ভেঙে পড়তে পারে চিকিৎসা ব্যবস্থা, গঙ্গাসাগর মেলা বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in