Jagdeep Dhankhar: ইস্তফা ধনখড়ের, আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল

উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী জগদীপ ধনখড় রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন। ১৭ জুলাই রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন।
লা গণেশন এবং মোদীর সাথে জগদীপ ধনখড়
লা গণেশন এবং মোদীর সাথে জগদীপ ধনখড় ছবি সৌজন্যে টুইটার
Published on

ইস্তফা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলাতে আসছেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন।

সম্প্রতি উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এন.ডি.এ জোটের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) একথা ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা। তাই এবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়।

আজ সোমবার (১৮ জুলাই) উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন ধনখড়। এই পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্যের কোনও রাজ্যপালকেই পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছিল। সেইমতো রবিবার (১৭ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, আপাতত পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গনেশন। আগামী ৬ আগস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন পর্ব মিটে গেলে, পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপালের নাম ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে। আপাতত বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের আদি বাড়ি রাজস্থানের ঝুনঝুনে। চিতোড়গড়ের সৈনিক স্কুলে পড়াশোনা শুরু করে, তারপর রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করার পর আইন নিয়ে পড়াশোনা করেন ধনখড়। আইনজীবী হিসেবে পেশাদারী জীবন শুরু করেন। তারপরে ভারতীয় জনতা পার্টির হাত ধরে রাজনীতির মঞ্চে আসেন তিনি। ১৯৮৯ সালে লোকসভা নির্বাচনে নিজের এলাকা ঝুনঝুন থেকেই বিজেপি'র হয়ে জয়ী হন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন জগদীপ।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in