GTA: বিমল গুরুংয়ের অনুরোধ উপেক্ষা করে জিটিএ নির্বাচনের দিন ঘোষণা

জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার জানান, চলতি মাসের ২৭ জুন জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে । নির্বাচনের জন্য দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং এর মহকুমা শাসকরা ২৭ মে নোটিশ জারি করবেন বলে জানা যাচ্ছে।
জিটিএ হেডকোয়াটার্স
জিটিএ হেডকোয়াটার্সছবি সংগৃহীত
Published on

অবশেষে ঘোষণা হল জিটিএ নির্বাচনের দিন। আগামী ২৬ জুন পাহাড়ে জিটিএ নির্বাচন হবে। নবান্ন সূত্রে খবর, নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ২৭ মে। দীর্ঘ পাঁচ বছর পর জিটিএ নির্বাচন হতে চলেছে পাহাড়ে। কিন্তু নির্বাচনে অংশ নেবেন না বিমল গুরুং।

সমস্ত জল্পনার অবশান ঘটিয়ে জিটিএ নির্বাচনের দিন পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দিল জেলা প্রশাসন। মঙ্গলবার দার্জিলিং ডিএম অফিসে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলের সাথে একটি বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পাহাড়ের ১৮টি রাজনৈতিক দলের মধ্যে ২ টি দল অনুপস্থিত ছিল।

জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার জানান, চলতি মাসের ২৭ তারিখ জিটিএ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে । নির্বাচনের জন্য দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং এর মহকুমা শাসকরা ২৭ মে নোটিশ জারি করবেন বলে জানা যাচ্ছে। আর তারপর থেকেই শুরু হবে মনোনয়নপত্রের কাজ । এক সপ্তাহ ধরে মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার প্রক্রিয়া চালু থাকবে। তারপর স্ক্রুটিনি হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য দুদিন সময় দেওয়া হবে। তারপর ২৬ জুন নির্বাচন। নির্বাচনের ফলাফল জানা যাবে ২৯ জুন।

জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার এ আর বর্ধন বলেন, "জিটিএ নির্বাচন নিয়ে এই সমস্ত বিষয় সমস্ত রাজনৈতিক দলকে এদিন জানিয়ে দেওয়া হল। সকলের কাছে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আবেদন জানানো হয়েছে। যদিও পাহাড়ে শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয় এই নির্বাচনের জন্য পাহাড়ে পর্যাপ্ত পুলিশ রয়েছে। প্রয়োজন পড়লে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে। সূত্রের খবর, জিটিএ নির্বাচনে গোর্খাজনমুক্তি মোর্চা অংশগ্রহণ করবে না বলে বৈঠকে জানায়। দার্জিলিং-র সাংসদ রাজু বিস্তাও জানান জিটিএ নির্বাচনটি আসলে একটি টেন্ডার প্রক্রিয়া তাই সেখানে অংশ না নেওয়াই ভালো।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই গোর্খাজনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি লিখে নির্বাচন এখন বন্ধ রাখতে অনুরোধ জানান। কিন্তু নির্বাচনের সিদ্ধান্তের পর রাজনৈতিক মহল মনে করছে শাসক দলের থেকে ক্রমেই দূরত্ব বাড়ছে গুরঙ্গের।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in