দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরি, দামোদর নদীর জলে প্লাবিত আরামবাগের বিস্তীর্ণ এলাকা। জলবন্দি কয়েক হাজার মানুষ। এই মুহূর্তে আরামবাগ মহকুমার ছয়টি ব্লকের মধ্যে কম বেশি সব জায়গাতেই বন্যা জলে প্লাবিত। সকাল থেকেই বায়ুসেনার হেলিকপ্টার দিয়ে চলছে উদ্ধারকার্য। পাশাপাশি বিঘার পর বিঘা জমির ধান চলে গেছে জলের তলায়। বর্ষাকালীন আমন ধান নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত চাষীদের।
আরামবাগ মহকুমায় বহু মাটির বাড়ি বন্যার জলে পড়ে গিয়েছে। বাড়ির ভেতর জল ঢুকে পড়ায় আতঙ্কে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গতরা। বৃষ্টির জল বন্ধ হলেও দুর্ভোগ কাটেনি। আরামবাগ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড বন্যার জলে প্লাবিত।
শুক্রবার রাত থেকেই দ্বারকেশ্বর নদীর জল বাড়তে থাকে। একসময় তা বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকে। ক্রমশ নদীর জল কালিপুর এলাকাকে প্লাবিত করে। অধিকাংশ মাটির বাড়ি পড়ে যায়। বন্যা দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে রাখা হয়।
পানীয় জলের টিউবয়েলগুলো বন্যার জলে ডুবে যাওয়ায় সমস্যায় পড়েছেন কালিপুর এলাকার মানুষ। তবে প্রশাসন তৎপরতার সঙ্গে বন্যা দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
আরামবাগের আরও বেশ কয়েকটি ওয়ার্ড প্লাবিত হয়েছে বাঁধ উপচে আসা জলে। ড্রেনের দুর্গন্ধ যুক্ত জল আর বন্যার জল মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। আর এতে করেই দুর্ভোগ বেড়েছে শহরবাসীর। অপরদিকে গ্রামের চিত্র আরও ভয়াবহ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন