Hooghly: প্রার্থী নিয়ে অসন্তোষ, রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত পুর নির্বাচনে এখান থেকে জয়লাভ করেছিলেন শুভজিৎ সরকার। এবছর এই আসনটি এস সি জেনারেল হওয়ায় এখানকার তৃণমূল কর্মীরা আশা করেছিলেন এখানে থেকে ঝুম্পা দাস সরকার প্রার্থী হবেন।
রিষরার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভ
রিষরার ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীদের বিক্ষোভনিজস্ব চিত্র
Published on

পুরভোটের প্রার্থী নিয়ে অসন্তোষ। যার জেরে রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শনিবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের এই ওয়ার্ডের প্রার্থী নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখান ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত পুরসভা নির্বাচনে এখান থেকে জয়লাভ করেছিলেন শুভজিৎ সরকার। এ বছর এই আসনটি এস সি জেনারেল হওয়ায় এখানকার তৃণমূল কর্মীরা আশা করেছিলেন এখানে থেকে ঝুম্পা দাস সরকার প্রার্থী হবেন। প্রথম তালিকায় ঝুম্পার নামও ছিল। পরে দেখা যায় সেই জায়গায় অন্য একজনের নাম তালিকায় রয়েছে।

এরপরেই ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়। এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রাত থেকেই ওয়ার্ডের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। আজ সকাল থেকেই এই ওয়ার্ডের তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে আসেন।

তাদের বক্তব্য, বিগত বছরগুলোতে এই ওয়ার্ডে যেভাবে শুভজিৎ সরকার কাজ করেছেন তা এক কথায় নজিরবিহীন। যেকোন প্রয়োজনে রাত বিরেতে মানুষের পাশে থেকেছেন শুভজিৎ সরকার। করোনাকালে মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সবরকম সাহায্য করেছেন। ভ্যাক্সিনেশন থেকে শুরু করে চিকিৎসা - সবেতেই পাশে দাঁড়িয়েছেন বর্তমান কাউন্সিলর।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in