স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে৷ এই দাবিতে পাণ্ডুয়ায় সোমবার সকাল থেকে শুরু হয় স্থানীয়দের অবরোধ৷ বর্ধমান-হাওড়া মেইন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল৷ নাকাল হতে হয় নিত্য যাত্রীদের৷ অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ৷ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা৷ কিন্তু দাবি মানা না হলে অবরোধ তোলা হবে না বলে জানিয়ে দেন স্থানীয়রা৷
দৈনিক সংক্রমণ কমে যাওয়ায় রাজ্যে শিথিল হয়েছে করোনা বিধিনিষেধ৷ কিন্তু এখনও লোকাল ট্রেন চালানোর অনুমতি দেয়নি নবান্ন৷ চলছে শুধু স্টাফ স্পেশাল ট্রেন৷ এদিকে লোকাল ট্রেন বন্ধ থাকায় স্টেশনের টিকিট কাউন্টারও বন্ধ৷ কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে জড়িতরা মান্থলি টিকিট কেটে ট্রেনে যাতায়াতের অনুমতি পেয়েছেন৷ স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে গেলেই হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের৷ অভিযোগ, ট্রেনে উঠলেই মারধর করা হয়৷ চলে ধরপাকড়ও৷ এই সবকিছুর প্রতিবাদে এদিন রেললাইনে নেমে বিক্ষোভ দেখান সাধারণ যাত্রীরা৷
বিক্ষোভকারীদের দাবি, স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়াতে হবে এবং আগের মতো টিকিট কেটে ট্রেনে ওঠার ব্যবস্থা চালু করতে হবে৷ তাঁরা আরও জানিয়েছেন বর্ধমান-হাওড়া মেইন লাইনে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টায়৷ ১ অগাস্ট থেকে সেই ট্রেন বাতিল করা হয়েছে৷ এছাড়া হাওড়া থেকে বর্ধমানগামী বেশ কিছু ট্রেন চলছে না৷ ওই সব ট্রেন চালানোর দাবি জানান বিক্ষোভকারীরা৷
তাঁরা জানিয়েছেন, ট্রেনে উঠতে না পারায় কর্মস্থলে যেতে খুব অসুবিধা হচ্ছে৷ আবার সকাল ও বিকালের দিকে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে৷ অবিলম্বে ওই সব ট্রেন চালু করা না হলে বিক্ষোভ চলবে৷
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন