ফের রাজ্যে বন্ধ হল আরও একটি জুটমিল। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন জুটমিলের গেটে তালা ঝুলছে। পাশাপাশি সাসপেনশন অব নোটিশ ঝুলিয়ে দেওয়া রয়েছে। ফলে চরম বিপাকে পড়লেন ওই হাওড়ার ভারত জুটমিলে প্রায় সাড়ে ৪০০ শ্রমিক।
কাঁচামাল মিলছে না। এমন কারণ দেখিয়ে নোটিশ দেওয়া হয়েছে। করোনা আবহে রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন জুটমিলে ৩০ শতাংশ লোক নিয়েই কাজ চলছিল। সম্প্রতি কাঁচামালের জোগান না থাকায় বন্ধ হয়ে যায় শিবপুরের হাওড়া জুটমিল। নতুন কড়া বিধিনিষেধে এক অনিশ্চিত হয়ে পড়েছে এই জুটমিল-সহ হাওড়া জুটমিলের কয়েক হাজারের বেশি পরিবারের ভবিষ্যৎ।
ট্রেড ইউনিয়নের নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জুটমিল কর্তৃপক্ষ শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে এসেছে। কখনও কর্মী ছাঁটাই, কখনও বা সপ্তাহে চারদিন করে মিল চালানোর সিদ্ধান্ত নেয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন