Remal Cyclone: রেমাল আতঙ্ক! হাওড়া থেকে বাতিল করা হল একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা

People's Reporter: সতর্ক রেল। উপকূল সংলগ্ন স্টেশনগুলি থেকে সরানো হয়েছে বেশ কিছু হোর্ডিং, ব্যানার। স্টেশনের ছাউনি মেরামতেরও ব্যবস্থা করা হয়েছে। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।
হাওড়া থেকে বাতিল করা হল একগুচ্ছ ট্রেন
হাওড়া থেকে বাতিল করা হল একগুচ্ছ ট্রেনপ্রতীকী ছবি
Published on

ক্রমশ বাড়ছে রেমাল ঘূর্ণিঝড়ের আতঙ্ক। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার বিকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার সকালে সেটা পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রবিবার মধ্যরাত ১১-১ টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে রেমাল।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই ঘূর্ণিঝড় রবিবার রাতে আছড়ে পড়তে পারে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের কাছে। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ১১০-১২০ কিলোমিটার, সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার। সঙ্গে অতিবৃষ্টি। যার ফলে দুই ২৪ পরগণায় দেওয়া হয়েছে লাল সতর্কতা। বেশি ক্ষতি হতে পারে দক্ষিণ ২৪ পরগণায়। পাশাপাশি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝড়।

আর এই ঘূর্ণিঝড় নিয়ে ইতিমধ্যেই সক্রিয় প্রশাসন। কাকদ্বীপ, নামখানা এলাকায় চলছে পুলিশের মাইকিং। মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, আমফান, ইয়াশের থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই সতর্ক রেল। উপকূল সংলগ্ন স্টেশনগুলি থেকে সরানো হয়েছে বেশ কিছু হোর্ডিং, ব্যানার। স্টেশনের ছাউনি মেরামতেরও ব্যবস্থা করা হয়েছে। হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা হয়েছে।

এক নজরে হাওড়া থেকে বাতিল হওয়া ট্রেনের তালিকা –

২৫ মে - পুরী-দিঘা সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস (২২৮৯০) - রুট ছোট করা হল, খড়্গপুর পর্যন্ত আসবে।

২৬ মে - হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস (২২৮৯৭) – বাতিল।

২৬ মে - পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৮১৩৭ ) – বাতিল।

২৬ মে - পাঁশকুড়া-দিঘা লোকাল ট্রেন (০৮১৩৯ ) – বাতিল।

২৬ মে - দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস (২২৮৯৮) – বাতিল।

২৬ মে- দিঘা-পুরী সুপারফাস্ট সাপ্তাহিক এক্সপ্রেস (২২৮৮৯) - খড়্গপুর থেকে ছাড়বে।

২৭ মে - দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৮১৩৮) – বাতিল।

২৭ মে - দিঘা-পাঁশকুড়া লোকাল ট্রেন (০৮১৩৬) – বাতিল।

রেল ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর থেকেই তৎপর। উচ্চপর্যায়ে বৈঠক করেছেন হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের আধিকারিকদের। যে কোনওরকম বিপদ এড়াতে নেওয়া হয়েছে ব্যবস্থা।

হাওড়া থেকে বাতিল করা হল একগুচ্ছ ট্রেন
Remal Cyclone: বাড়ছে 'রেমাল' আশঙ্কা! ঘূর্ণিঝড়ে নিরাপদে থাকতে কী কী করবেন কী করবেন না জানুন
হাওড়া থেকে বাতিল করা হল একগুচ্ছ ট্রেন
Sandeshkhali: তৃণমূলে যোগ সন্দেশখালি কাণ্ডে নেতৃত্ব দেওয়া BJP নেত্রীর, বললেন, ‘পুরো ঘটনাটাই সাজানো’

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in