জরির কারখানার আড়ালে অবৈধ অস্ত্র ব্যবসা! পঞ্চায়েত নির্বাচনের আগে বাসন্তীতে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

কাপড়ে জরির কাজের কারখানার আড়ালে গোপনে চলত আগ্নেয়াস্ত্র তৈরির কাজ। গ্রামের কয়েকশো মহিলা প্রতিদিন জরির কাজ করতে আসত।
উদ্ধার হওয়া সরঞ্জাম
উদ্ধার হওয়া সরঞ্জামগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

পঞ্চায়েত নির্বাচনের আগে বাসন্তীতে মিললো অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

কাপড়ে জরির কাজের কারখানার আড়ালে গোপনে চলত আগ্নেয়াস্ত্র তৈরির কাজ। গ্রামের কয়েকশো মহিলা প্রতিদিন জরির কাজ করতে আসত। এক চিলতে ঘরের ছাউনি, তার মধ্যেই চলতো নীরবে অস্ত্র তৈরির কাজ।

পুলিশ গোপনে খবর পেয়ে হানা দেয় ওই বাড়িতে। মেলে প্রচুর পরিমানে অস্ত্র তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা একরকম বড়সড় সাফল্য বলে মনে করছে জেলা পুলিশ।

কিছুদিন আগেই ক্যানিং থানা এলাকায় বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। এছাড়াও বারুইপুর পুলিশ বিভিন্ন এলাকা থেকেও বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করছিল। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বাসন্তীর রামচন্দ্রখালি পঞ্চায়েতের ছোট কলাহাজরা গ্রামের তেঁতুলতলায় অভিযান চালায়। সেখানে মোতালেফ পুরকাইত ওরফে হাঁসার বাড়িতে হদিশ মেলে বেআইনি অস্ত্র তৈরির কারখানা।

ওই বাড়ি থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বাড়ির মালিক মোতালেফ ও তাঁর সঙ্গী জয়নাল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। এসপি পুষ্পা জানান, ধৃতদের সঙ্গে বিহারের মুঙ্গেরের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই বেআইনি আগ্নেয়াস্ত্র কেনাবেচার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে। ধৃতদের শনিবার আলিপুর আদালতে তোলা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে রবীন্দ্রনগর থানা এলাকায় অস্ত্রভাণ্ডার উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই মোতালেফ ওরফে হাঁসা। সে সময় গা ঢাকা দিয়েছিল সে। পরে ২০১৯ সালে লোকসভা ভোটের আগে মোতালেফের কলাহাজরা গ্রামের এই বাড়িতেই অস্ত্র কারখানার হদিশ মেলে। সেই সময় পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল।

উদ্ধার হওয়া সরঞ্জাম
১২ বছর পর বারাসাতে শক্তিবৃদ্ধি বামেদের, বুথ সভাপতি সহ ৪০০ তৃণমূল কর্মী যোগ দিলেন CPIM-এ
উদ্ধার হওয়া সরঞ্জাম
বকেয়া DA দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প! - শোভনদেব চট্টোপাধ্যায়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in