বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারপার্সন হলেন ISF নেতা নওশাদ সিদ্দিকি

প্রসঙ্গত, ২ জুলাই বিধানসভার বাজেট অধিবেশন ছিল। কিন্তু সেই বৈঠকে ডাক পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন নওশাদ।
নওশাদ সিদ্দিকি
নওশাদ সিদ্দিকি ফাইল চিত্র
Published on

শেষপর্যন্ত গুরুদায়িত্ব পেলেন আইএসএফ নেতা, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারপার্সন হলেন। স্পিকার তাঁকে মনোনীত করেন। গুরুদায়িত্ব পেয়ে নওশাদ বলেন, 'আমার জন্য এটা বড় পাওনা। গুরুত্বপূর্ণ কমিটি। সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।'

প্রসঙ্গত, ২ জুলাই বিধানসভার বাজেট অধিবেশন ছিল। তার আগে নবগঠিত বিধানসভার সর্বদলীয় বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে ডাক পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন নওশাদ। তিনি স্পিকারকে চিঠিও দিয়েছিলেন। এদিন দায়িত্ব পেয়ে নওশাদ আরও বলেন, 'প্রতিটি বিধানসভায় এমএলএ ল্যাডের টাকা খরচ করতে হবে। সেটা দেখার দায়িত্ব আমার। দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমি সর্বকনিষ্ঠ, বয়স্কদের পরামর্শ নিয়ে পদক্ষেপ করব।'

৪১টি কমিটির কোথাও ঠাঁই হয়নি নওশাদের। তা নিয়ে সম্প্রতি একটি ডিজিটাল মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্বাভাবিক ভাবেই বৈষম্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। নওশাদ তখন বলেছিলেন, 'কমিটিতে থাকাটা আমার হকের, প্রাপ্য।' প্রসঙ্গত, মুকুল রায়কে গতকাল পিএসির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। সেই প্রসঙ্গে নওশাদের মন্তব্য, 'বিরোধী দল থেকেই এই পদে ব্যক্তি মনোনীত করা উচিত। মানুষ এই নিয়ে প্রশ্ন তুলবে।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in