জাতীয় কর্মসমিতি বা ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করলো বিজেপি। পশ্চিমবঙ্গে ফের পর্যবেক্ষকের দায়িত্ব পেলেন কৈলাস বিজয়বর্গীয়। সহকারি হিসেবে নিযুক্ত হলেন অমিত মালব্য এবং অরবিন্দ মেনন।
ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন দিলীপ ঘোষ, স্বপন দাশগুপ্ত, ভারতী ঘোষ, অনির্বাণ গাঙ্গুলি এবং মুকুটমণি অধিকারী। এছাড়াও কমিটিতে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।
কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন তৃণমূল থেকে বিজপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়, যাঁর ফের দলবদল নিয়ে রাজনৈতিক মহলে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। এছাড়াও রয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, রাজ্যে বিজেপির মুসলিম মুখ মাফুজা খাতুন।
দলের জাতীয় সম্পাদক হয়েছেন অনুপম হাজরা। রাজ্যের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অমিতাভ চক্রবর্তী।
ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি থেকে যাঁরা বাদ পড়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বরুণ গান্ধী, তাঁর মা মেনকা গান্ধী এবং সুব্রামানিয়াম স্বামী। লখিমপুর খেরি সহ কৃষক ইস্যুতে একাধিকবার দলের লাইনের বাইরে গিয়ে কথা বলেছেন বরুণ গান্ধী। সুব্রামানিয়াম স্বামীও বিভিন্ন বিষয়ে দলের দিকে একধিকবার আঙুল তুলেছেন। সেই কারণে এঁরা দলের কোপে পড়েছেন বলে মনে করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন