ফের সমবায় ভোটে জয় পেল বামেরা। ভোটে তৃণমূল কোনো প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল সিপিআইএম। তবে এই ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল।
উত্তর ২৪ পরগনার গাইঘাটার শিমুলিয়াপাড়া আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন বাম প্রার্থীরা। ওই সমবায়ে মোট ৬ টি আসন রয়েছে। বামেদেরই দখলে ছিল ওই সমবায়। ২০২২ সালের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হয়েছে। হাইকোর্টের নির্দেশে চলতি মাসের ২৩ তারিখে ভোট হওয়ার কথা। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু বামেরা ছাড়া আর কোনও দল মনোনয়ন জমা দেয়নি। তৃণমূল মনোনয়নই তোলেনি এবং বিজেপি মনোনয়ন তুললেও তা জমা দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল লাল শিবির।
এর আগে গত রবিবার এই গাইঘাটাতেই ডুমা এসএস প্রাইমারি কো-অপারেটিভ এগ্রিল ক্রেডিট সমিতির নির্বাচনেও জয় পেয়েছে বামেরা। এই নির্বাচনে বাম এবং তৃণমূল প্রার্থী দিলেও বিজেপির তরফ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি। মোট আসন ছিল ৫১টি। যার মধ্যে বামেদের ঝুলিতে যায় ৪০টি এবং তৃণমূল পায় ১১টি আসন।
তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামেদের জয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ও বিজেপি। স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, বামেদের দখলে থাকা ওই সমবায়ে এমন অনেক ভোটার রয়েছে যাদের কোনও জমি নেই। তাই এই ধরণের কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোনো প্রার্থী দেয়নি তৃণমূল।
অন্যদিকে চন্দ্রকান্ত দাস নামের এক বিজেপি নেতার দাবি, এই সমবায়ে অনেক বাইরের ভোটার আছে। স্বচ্ছভাবে যদি ভোটার তালিকা তৈরি করে ভোট করা হয়, তাহলে বিজেপি প্রার্থী হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন