Howrah: সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর প্রতিবাদে শিবপুরে শান্তি মিছিলের ডাক বামেদের

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তার বিরুদ্ধে আগামী ২ এপ্রিল এই মিছিল করবে বামেরা।
Howrah: সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর প্রতিবাদে শিবপুরে শান্তি মিছিলের ডাক বামেদের
ছবি প্রতীকী
Published on

থমথমে শিবপুরে শান্তি মিছিলের ডাক দিল বামফ্রন্ট। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠেছিল শিবপুরের পিএম বস্তি অঞ্চল। অশান্তি যাতে আর না ছড়ায় সেই লক্ষ্যেই মিছিলের ডাক দিয়েছে বামফ্রন্ট।

হাওড়ার শিবপুরের সাধারণ মানুষ যাতে পুনরায় সুস্থ জীবন ফিরে পায় তার জন্য শান্তি মিছিল করবে হাওড়া জেলা বামফ্রন্টের নেতৃত্বরা। গতকাল যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তার বিরুদ্ধে আগামী ২ এপ্রিল এই মিছিল করবে বামেরা।

গতকাল রামনবমী উপলক্ষ্যে হাওড়ার শিবপুরে মিছিল করছিল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে সেই মিছিলকে কেন্দ্র করে। বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। ভাঙচুর চালানো হয় একের পর এক দোকান। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রচুর পুলিশবাহিনী নামানো হয়।

এই ঘটনার পর থেকেই ওই এলাকা কার্যত থমথমে চেহারা নেয়। একাধিক পুলিশ কর্মী আহতও হন। এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় হাওড়া সিটি পুলিশের বাহিনী সহ প্রচুর র‍্যাফ মোতায়েন রয়েছে। পুলিশ আধিকারিকদের দাবি, উত্তেজনা বেশি ছড়ায়নি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এখন যান চলাচল স্বাভাবিক। এলাকাও স্বাভাবিক রয়েছে। শান্তি বজায় আছে। ভয়ের কোনো কারণ নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ধর্না মঞ্চ থেকে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যারা দাঙ্গা করেছে যতই মামলা করুক আর হামলা করুক, কোনো রকম অজুহাত আমি শুনবো না। পুলিশরা অনেকে কাজ করে। কখনও কখনও আবার ভয় পেয়ে যায় দু'দিকে সম্পর্ক রাখতে গিয়ে। আমি পরিষ্কার বলছি এই ঘটনায় যারা দায়ি, আমি কড়া পদক্ষেপ নেব। পুলিশকে ক্লিয়ার-কাট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। পুলিশের দেওয়া রুটেই মিছিল করতে হবে। আনঅথরাইজ রুটে মিছিল হবে না। তা সত্ত্বেও পুলিশ যদি সম্মতি দিয়ে থাকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

Howrah: সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর প্রতিবাদে শিবপুরে শান্তি মিছিলের ডাক বামেদের
সাগরদিঘিতে হারের জের! সংখ্যালঘু উন্নয়ন দফতর নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in