নকশালবাড়িতে ভাঙা হলো লেনিনের মূর্তি। সিপিআইএম-র অভিযোগ কে বা কারা রাতের অন্ধকারে এই কাজ করেছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে বামপন্থী দলগুলি। আগামীদিনে এই ঘটনার নিন্দা জানিয়ে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছে তারা।
লেনিন মূর্তি ভাঙা নতুন ঘটনা নয়। এর আগেও বিভন্ন জায়গায় ভাঙা হয়েছিল ভ্লাদিমির লেনিনের মূর্তি। তবে এবার নকশাল আন্দোলনের জন্য বিখ্যাত সেই নকশাল বাড়িতেই ঘটলো এমন ঘটনা। নকশালবাড়ির বেঙ্গাইজোত অঞ্চলে কার্ল মার্ক্স, ভ্লাদিমির লেনিন, মাও সেতুং, ফ্রেডরিক এঙ্গেলস এবং জোসেফ স্তালিনের মূর্তি আছে। সিপিআইএম-র অভিযোগ বুধবার সকালে দেখা যায় লেনিনের মূর্তিটি ভাঙা। মঙ্গলবার মধ্যরাতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
স্থানীয় সিপিআইএম নেতৃত্ব বলেন, যেই বা যাঁরাই এই কাজ করে থাকুক খুবই অপরাধমূলক কাজ। এই শহিদ বেদীর সাথে মানুষের আবেগ জড়িয়ে আছে। এটা তো নতুন নয়। দীর্ঘদিন ধরে লেনিনের মূর্তি রয়েছে এখানে। সেই মূর্তির মুখ ভাঙা হয়েছে। মূর্তি ভেঙে অনেকে ভাবছেন লেনিনের আদর্শ মুছে ফেলবেন। সেই চেষ্টা বৃথা। এই কাজ বিজেপি ঘটিয়েছে।
তাঁদের পক্ষ থেকে আরও বলা হয়, ত্রিপুরাতেও এই জিনিস ঘটানো হয়েছিল। বিজেপি-আরএসএস মিলে সেই কাজ করেছিল। ষড়যন্ত্র করেই লেনিন মূর্তি ভাঙা হচ্ছে। লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সফল হয়েছিল। লেনিন খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতীক। বামপন্থী দলগুলি অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন